‘লগান’এ আমিরের ব্রিটিশ বান্ধবীকে মনে পড়ে? দীর্ঘ ২২ বছর পর ফের বলিউডে রেচেল শেলি
আমির খানের ‘লগান’ দেখেননি, এমন সিনেমাপ্রেমী হয়ত কমই আছেন। ‘লগান’-এ আমিরের সেই বিদেশি প্রেমিকাকে মনে পড়ে? হ্যাঁ, সেই ব্রিটিশ ‘এলিজাবেথ’-যিনি কিনা ভারতীয় যুবক ‘ভূবন’ আমির খানকে ভালোবেসে ফেলেছিল, তার কথাই বলছি। যে চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী রেচেল শেলি।
‘লগান’-এর পর রেচেলকে আর দেখা যায়নি। দীর্ঘ ২২ বছর পর আবারও ফিরছেন আবারও বলিউডে ফিরছেন ব্রিটিশ রেচেল। সৌজন্যে সুদীপ শর্মা পরিচালিত ওয়েব সিরিজ ‘কোহরা’। ইতিমধ্যেই সামনে এসেছে ‘কোহরা’র ট্রেলার। যা দেখে মনে হচ্ছে এটি থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। যে ওয়েব সিরিজের শ্যুটিং কিনা আবার হয়েছিল কোভিড পিরিয়ডে।
আরও পড়ুন-‘৪ দিন হল ওকে হারিয়েছি, ওর হার্টের…’, মেয়ের কথা বলতেই গলা ধরে এল অ্যালবার্ট কাবোর স্ত্রীর
আরও পড়ুন-কাবোর কোলে সদ্যোজাত মেয়ে, সদ্য চলে যাওয়া এভিলিনের উজ্জ্বল ছবি দেখে চোখে জল নেটপাড়ার
আরও পড়ুন-‘আমাকে গালাগালি দিন… নিজেদের ঘেন্না করে আমার…’, লিখলেন ক্ষুব্ধ লোপামুদ্রা মিত্র
‘কোহরা’তে রেচেল শেলিকে নেওয়ার বিষয়ে পরিচালক সুদীপ শর্মা বলেন, ‘আমি এমন কোনও ব্রিটিশ অভিনেত্রীকে চেয়েছিলাম, যিনি ভারতীয় শ্যুটিং স্টাইল, কাজকর্মের সঙ্গে পরিচিত। এছাড়া আমার ওয়েব সিরিজের বাজেটও কম ছিল। তাই নামী, ভীষণ খ্যতনামা কাউকে নেওয়া সম্ভব ছিল না। আর যেহেতু রেচেল এখানে আগে কাজ করেছেন, তাই ওঁর কাছেই এই কাজের প্রস্তাব রেখেছিলাম। আর উনি যেহেতু লগানে কাজ করেছেন, তাই জানেন যে এখানে শ্যুটিংয়ে কেমন পাগলামো চলে।’ আর এভাবেই তাই দীর্ঘ ২২ বছর পর সুদীপ শর্মার হাত ধরে বলিউডে ফিরছেন ‘লগান’-এর ‘এলিজাবেথ’।
রেচেল ছাড়াও ‘কোহরা’তে অভিনয় করছেন সুবিন্দর ভিকি, বরুন সোবতি, বরুণ বাদোলা, হারলিন শেঠি এবং মনীশ চৌধুরীর মতো অভিনেতারা। ১৫ই জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কোহরা’। বিয়ের আগে বিদেশে এক পঞ্জাবি নাগরিকের মৃতদেহ উদ্ধার ঘিরে এই সিরিজটির রহস্য আবর্তিত হবে।
প্রসঙ্গত, ‘লগান’ ছাড়াও ‘দ্য কলিং,’ ’লাইটহাউস’ সহ বহু ইংরাজি ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী রেচেল শেলিকে।
For all the latest entertainment News Click Here