লক আপ-এর অন্দরে অঝোরে কাঁদলেন পায়েল, দেখামাত্রই বিয়ের ঘোষণা প্রেমিক সংগ্রামের!
জমে উঠেছে ‘লক আপ।’ ফের একবার এই শো-এর দুই প্রতিযোগীর মধ্যে শুরু হয়েছে ‘তু তু ম্যায় ম্যায়’। ‘লক আপ’ প্রতিযোগী করণবীর বোহরা ও পায়েল রোহাতগির মধ্যে ধুন্ধুমার ও তার ফলাফল দেখে চোখ ছানাবড়া হয়েছে দর্শকদের। করণ-পায়েলের ঝগড়ার মধ্যে ‘লক আপ’-এর বাইরে থেকে সেঁধিয়ে পড়ে যে সিদ্ধান্ত নিয়েছেন পায়েলের বহু বছরের প্রেমিক সংগ্রাম সিং, মূলত তা দেখেই হতবাক সবাই।
ঝগড়ার সময় গরম গরম বাক্য বিনিময়ের সময় পায়েলের উদ্দেশে করণ বলে ওঠেন, ‘আপনি একজন পুরুষ বিদ্বেষী নারী। পুরুষরা আপনার সামনে মাথা নিচু করে চাকরের (জরু কে গুলাম) মত থাকবে সেটাই আপনার ভারি পছন্দ।’ পাল্টা করণের উদ্দেশে বলে ওঠেন পায়েলও, ‘আর আপনার তো কচি মেয়ে চাই প্রেম করার জন্য কিংবা মেয়েদের হারেম চাই! যেসব নারীরা স্বাধীনচেতা এবং চিন্তাশীল, তাঁদের আপনি কোনওভাবেই বরদাস্ত করতে পারেন না।’ এখানেই না থেমে তিনি বলে ওঠেন, ‘আর খবরদার সংগ্রামের নাম নেবে না। তোমার এত সাহস যে তুমি সংগ্রামের নাম নিচ্ছ? সাধারণ শিক্ষাটুকু ভুলে গিয়েছ!’ শোনামাত্রই করণ জোর গলায় ক্যামেরার দিকে মুখ ফিরিয়ে ঘোষণা করেন যে একটিবারের জন্যেও সংগ্রামের নাম তিনি নেননি। স্বয়ং পায়েল-ই এই ঝামেলার মধ্যে সংগ্রামের নাম তুলেছেন।
এরপর দেখা যায় ববিতা ফোগাট , নিশা রাওয়ালের মতো শো-এর অন্যান্য প্রতিযোগীদের কাছে হাউহাউ করে কাঁদছেন পায়েল। করণের নাম নালিশ জুড়ে দেওয়ার পর তাঁর দাবি গত ১২ বছর ধরে সংগ্রামের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। বিভিন্ন কারণে তাঁদের বিয়ে পিছিয়েছে। সংগ্রামের জন্য নিজেকেও অনবরত পরিবর্তন করার চেষ্টা করেছেন তিনি। পায়েলের কথায়, ‘আমি সত্যিই সংগ্রামকে বিয়ে করতে চাই। পরিষ্কার করে বলে দিতে চাই সংগ্রাম কোনও ‘জরু কা গুলাম’ নয় কিংবা আমিও কারও ‘পায়ের জুতো’ নই।
এই পর্বের সম্প্রসারণ হওয়ার পরেই সবাইকে অবাক করে একটি ঘোষণা করেছেন পায়েল রোহাতগির প্রেমিক সংগ্রাম সিং। টুইট করে গোটা গোটা অক্ষরে জানিয়ে দিয়েছেন আগামী জুলাইতে পায়েলকে তিনি বিয়ে করবেন! সঙ্গে আরও লেখেন, ‘পায়েল দুর্দান্ত একজন নারী। আমরা দু’জন্যেই সমান। আমরাও আর পাঁচজন প্রেমিক-প্রেমিকার মতো। মার্চেই বিয়ে হওয়ার কথা ছিল আমাদের কিন্তু দু’জনের ব্যস্ততার জন্য তা সম্ভব হয়নি। আগামী জুলাইতে ছাদনাতলায় বসতে চলেছি আমরা। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন।’
For all the latest entertainment News Click Here