রয়েছে এক বছরের সন্তান, সকলকে চোখের জলে ভাসিয়ে প্রয়াত যোধা আকবরের সালিমা বেগম
কিছুটা আকস্মিক ভাবেই প্রয়াত হলেন ‘যোধা আকবর’ সিরিয়ালের সালিমা বেগম। ওরফে মণিশা যাদব। তাঁর একটি এক বছরের সন্তান রয়েছে। জানা গিয়েছে, শুক্রবার প্রয়াত হন মণিশা। তাঁর মস্তিষ্কে রক্ত ক্ষরণ হচ্ছিল। ‘যোধা আকবরে’র যোধা পরিধি শর্মা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই খবরটি জানান। তিনি সেখানে লেখেন, ‘এই খবরটা হৃদয়বিদারক। রিপ মণিশা।’
এই খবরে শোকের ছায়া নেমে এসেছে বলির টেলি পাড়ায়। পরিধি একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই খবর পেয়ে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। মারাত্মক আঘাত পেয়েছেন। এবং তিনি মণিশার এক বছরের সন্তানকে নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছেন। পরিধি বলেছেন, ‘আমাদের সিরিয়ালটা শেষ হয়ে যাওয়ার পর, ওর সঙ্গে সে ভাবে যোগাযোগ ছিল না। কিন্তু আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছি। যার নাম মুঘল। এবং সেই সিরিয়ালে যাঁরা বেগম ছিলেন, তাঁরা প্রত্যেকেই এই গ্রুপে রয়েছেন। সেই গ্রুপের মাধ্যমে সকলের সঙ্গেই যোগাযোগ ছিল। কারও জীবনে কোনও গুরুত্বপূর্ণ কথা এই গ্রুপেই শেয়ার করা হত। এই গ্রুপের মাধ্যমেই আমি খবরটি পাই। জানার পর আঁতকে উঠি।’
সিরিয়ালের গল্পে যোধা বেগমের সঙ্গে সালিমা বেগমের খুব ভাল সম্পর্ক ছিল। অফ স্ক্রিনও পরিধি সব সময়ে মণিশার প্রশংসাই করতেন। এ দিন তিনি বলেন, ‘ওর উদ্দীপনা সব সময়েই খুব বেশি থাকত। ও ক্রিসপি পার্সন ছিল। এই শো’তে শুটিংয়ের সময়ে অনেক ভাল মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। ও প্রাণশক্তিতে ভরপুর ছিল। ওর মৃত্যুর খবরটা আমার কাছে খুবই দুঃখজনক। আর আমাকে সবচেয়ে বেশি উদ্বেগে রেখেছে, ওর এক বছরের ছোট্ট সন্তান।’
মণিশা ইনস্টাগ্রামে খুবই সক্রিয় ছিলেন। সারক্ষণ ছেলের সঙ্গে ছবি, ভিডিও শেয়ার করতেন। ফুটফুটে ছেলেকেই নিজের জীবন বলে সোশ্যাল মিডিয়ায় লিখতেন মণিশা। সেই ছোট্ট সন্তানকে মাতৃহারা করে না ফেরার দেশে চলে গেলেন সালিমা বেগম।
For all the latest entertainment News Click Here