র্যাম্প ওয়াক করে বডি পজিটিভিটির মেসেজ দিলেন অংশুলা, হাততালি দাদা অর্জুনের
ল্যাকমে ফ্যাশন উইকে এবার হাঁটলেন অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। আর একদম প্রথম সারিতে বসে বোনের জন্য গলা ফাটালেন দাদা অর্জুন। এই দুই দাদা বোনের মধ্যে একটি ব্যাপক বন্ডিং আছে। তাঁরা একে অন্যের থেকে পাঁচ বছরের ছোট বড় হলেও তাঁরা একে অন্যের ভীষণই কাছের। এদিন অংশুলাকে একটি শিমারি পোশাকে দেখা যায়। তাঁর সঙ্গে এদিন মঞ্চে সোনাক্ষী সিনহা, অন্তরা মারওয়া, প্রমুখ হেঁটেছেন।
অংশুলা এদিন একটি শিমারি করসেট টপ পরেছিলেন সঙ্গে স্লিট স্কার্ট। তাঁর এই পোশাকের রং ছিল হালকা সবুজ রঙের। এক পাপারাৎজি তাঁর যে ছবি শেয়ার করেছিলেন সেখানে তাঁকে র্যাম্পে হাঁটতে দেখা যাচ্ছে। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি র্যাম্পে হাঁটেন।
মঞ্চের একদম সামনে, প্রথম সারিতে একটি সবুজ জ্যাকেট এবং ডার্ক রঙে প্যান্ট পরে বসেছিলেন অর্জুন। তাঁর সামনে দিয়ে যখন অংশুলা হেঁটে যান তিনি উঠে দাঁড়িয়ে বোনের জন্য হাততালি দেন। এই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, ‘অর্জুন কাপুর তাঁকে বোন অংশুলাকে উৎসাহ দিলেন। তিনি মুম্বইতে হওয়া ল্যাকমে ফ্যাশন উইকে হাঁটেন এদিন।’
ভক্তরা এই ভাই বোনের সম্পর্ক, তাঁদের একে অন্যকে সাপোর্ট করা দেখে ভীষণই মুগ্ধ হয়ে যান। কমেন্ট সেকশনে তাঁর প্রতিফলন দেখা যায়। এক ব্যক্তি লেখেন, ‘এটা খুব মিষ্টি।’ আরেক ব্যক্তি লেখেন, ‘ অর্জুনকে এভাবে বোনকে উৎসাহ দিতে দেখে ভীষণ ভালো লাগছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘কী ব্যাপক বদল।’
গত বছর থেকেই ওজন কমাচ্ছিলেন অংশুলা। সোশ্যাল মিডিয়ায় নিজের এই সফরের ছবিও শেয়ার করেন তিনি। অর্জুন তো বটেই, জাহ্নবী, খুশি কাপুরকে মাঝে মধ্যেই দেখা যেত তাঁর এই ছবি বা ভিডিয়োতে কমেন্ট করে উৎসাহ দিতে। গত বছর বোনের জন্মদিনে অর্জুন তাঁদের দুজনের একটি পুরনো ছবি পোস্ট করে লেখেন, ‘আমার জীবনের সহযাত্রী। আমরা একসঙ্গে আছি সেটা ভালো, মন্দ যাই হোক না কেন। শুভ জন্মদিন ছোট্ট বোন, অংশুলা। তুমি সেরাটা ডিসার্ভ করো।’
For all the latest entertainment News Click Here