র্যাম্পে হাঁটতে গিয়ে এটা কি করলেন ভিকি! ভক্তরা সকলেই হতবাক অভিনেতার কাণ্ড দেখে
‘গোবিন্দ নাম মেরা’ ছবিটি গত শুক্রবারেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আর সেই ছবি ইতিমধ্যেই দর্শক থেকে সমালোচক সকলের থেকেই বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছে, প্রশংসিত হয়েছে। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। তিনি যিনি আরও একবার তাঁর অভিনয়ের দক্ষতা দিয়ে সকলকে মুগ্ধ করেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।
এই ছবিতে দেখা যায়, গোবিন্দের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা। তিনি পেশায় একজন কোরিওগ্রাফার। তিনি তাঁর স্ত্রীর থেকে মুক্তি পেতে চান, তাঁর আবার একজন প্রেমিকাও আছে। তবে গোবিন্দর স্ত্রী তাঁকে ডিভোর্স দেওয়ার জন্য ২ কোটি টাকা দাবি করেন। এবং একই সঙ্গে তিনি একজন ক্ষমতাশালী মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। আর উটকো ঝামেলার মতোই একটা মার্ডার কেসেও ফেঁসে যান তিনি। এরপর কী হয় সেটাই দেখা যায় এই ছবি। এই ছবিতে ভিকি ছাড়াও কিয়ারা আদবানি, ভূমি পেডনেকরকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকায়। ছবি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে।
তবে এই নতুন ছবি ছাড়াও আরও একটি কারণে খবরের শিরোনামে উঠে এলেন ভিকি। তাঁকে ব্লেন্ডারস প্রাইড ফ্যাশন ট্যুরে হাঁটতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন ফ্যাশন ডিজাইনার কুণাল রাওয়াল। কিন্তু একি! তিনি যে হাঁটতে হাঁটতে হঠাৎই নাচতে শুরু করে দিলেন। আর সেই ভিডিয়োই সবার নজর কেড়ে নিল। দর্শক থেকে ভক্তরা সকলেই মুগ্ধ হলেন।
এই র্যাম্পে হাঁটার জন্য তিনি একটি শেরওয়ানি এবং পায়জামা পরেছিলেন। সাবেকি পোশাকে অভিনেতা এমনই সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তার সঙ্গে তাঁর এই কীর্তি সকলের মন জয় করে নিয়েছে। তিনি যে শেরওয়ানি পরেছিলেন সেটা কুণাল রাওয়ালের ডিজাইন করা।
ম্যান্ডারিন কলার যুক্ত হলদেটে একটি শেরওয়ানি পরে ছিলেন তিনি। সঙ্গে ছিল সুতির পায়জামা। তাঁর এই সাজকে আরও সুন্দর করে তুলেছিল হাতের কব্জিতে বাঁধা সুতির কাপড়ের টুকরো। সেটা যেন একটা নতুন লুক এনে দিয়েছিল। এছাড়া অভিনেতার পায়ে ছিল সাদা রঙের জুতো। ব্যাক ব্রাশ করে চুল আঁচড়ে ছিলেন তিনি। ভিকি যে পোশাকটা পরেছিলেন সেটা কুণাল রাওয়ালের লেটেস্ট কালেকশনের অন্যতম।
For all the latest entertainment News Click Here