‘রোহিত সেন বাঁচবেন তো?’ শ্রীময়ী ভক্তদের আশঙ্কা দূর করতে যা করলেন জুন আন্টি…
হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই শেষ হচ্ছে শ্রীময়ীর জার্নি। স্বভাবতই মন খারাপ শ্রীময়ী ভক্তদের। এই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি সবচেয়ে পছন্দের চরিত্র রোহিত সেন। যে ভূমিকায় দেখা মিলেছে টোটা রায়চৌধুরীর। অন্যদিকে জুন আন্টিকে কেউ সহ্য করতে না পারলেও সেই চরিত্রে ঊষসী চক্রবর্তীর জনপ্রিয়তা নিয়ে কেউই দ্বিমত পোষণ করবে না। আট থেকে আশি সবাই চেনে জুন আন্টিকে।
আর এবার রোহিত সেনের সঙ্গে আড্ডায় ধরা দিলেন জুন আন্টি। টিভির পর্দায় যতই তাঁদের সাপে-নেউলে সম্পর্ক হোক না কেন, বাস্তবে খুবই ভালো বন্ধু দুজনে। রোহিত সেন একটা স্বপ্নের চরিত্র টোটার কাছে। এই চরিত্র যে জনপ্রিয়তা তাঁকে দিয়েছে তা সত্যি অনবদ্য, এমনকি চল্লিশের গণ্ডি পার করা অভিনেতা রোহিত সেনের সুবাদে বিয়ের প্রস্তাবও পেয়েছেন। তিনি জানালেন, ‘এই সাফল্যের পুরো ক্রেটিডটাই লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের। উনি এমনভাবে লিখেছেন, আর কিছু বলবার নেই। তবে চরিত্রটা আমর করতে খুব মজা লেগেছে’। টোটা যোগ করেন, টিআরপির ইঁদুর দৌড়ের বাইরে এই সিরিয়ালের সঙ্গে যুক্ত সকলে খুব পরিশ্রম করে কাজ করেছে, ছোট, বড় নির্বিশেষে নিজের সেরাটা উজাড় করে দিয়েছে সকলে। সেটাই শ্রীময়ীর সাফল্যের চাবিকাঠি।
স্ক্রিনে তো রোহিত সেন আর জুন আন্টির সবসময় মারপিট। তবে অফস্ক্রিনে কেমন রসায়ন দুজনের? রোহিত সেন জানানলেন, ‘আমার সবচেয়ে ভালো লাগে তোমার যে সিরিয়াসনেসটা রয়েছে। সেটা খুব দরকার। আমি দেখেছি তুমি এতোটা তৈরি হয়ে ফ্লোরে যাও, আমি নাম বলব না তবে অন্য শিল্পীরা বুঝে যায় তাকেও ততটাই তৈরি হয়ে নামতে হবে। শিল্পী হিসাবে বলব একজন যদি মন দিয়ে কাজ করে তবে অন্যরাও বাধ্য হয় ভালো কাজ করতে, আমাদের ফ্লোরের সেই ডেডিকেটেড শিল্পী তুমি’। টোটা রায়চৌধুরীর মুখে এই প্রশংসা বাণী শুনে তো আহ্লাদে আটখানা ঊষসী, যদিও পুরোটাই সহ-অভিনেতার ‘বিনয়’ বলে দাবি করলেন তিনি।
আপতত টোটা রায়চৌধুরীর হাতে একগুচ্ছ কাজ, বেশিরভাগটাই মুম্বইয়ের। তবে কি পাকাপাকিভাবে আরবসাগর পারের বাসিন্দা হয়ে যাবেন টোটা? প্রশ্ন শেষ হওয়ার আগেই টোটা জানিয়ে দিলেন, ‘এক্কেবারেই নয়। আমি বাংলা ছেড়ে থাকতেই পারব না। আমি সেই উদ্ভিদ যে বাংলার মাটি ছাড়া বাঁচব না। বাংলা আমার নিজের ভাষা, এখানে আমার নিজের লোক, বাংলা আমার নিজের সিনেমা, নিজের গান… বাংলা ভাষাটা একমাত্র হৃদয় দিয়ে আসে, অনন্য ভাষাগুলো কন্ঠ দিয়ে বলা হয়। এ কথা অস্বীকার করবার জায়গা নেই বম্বেতে অনেক প্রতিপত্তি, আর্থিক নিরাপত্তা কিন্তু ছোট জায়গা হলেও বাংলাতে কাজ করে মনের শান্তি’।
এই পোস্টের ক্যাপশনে জুন আন্টি নিজেই প্রশ্ন রেখেছেন, ‘আচ্ছা রোহিত সেন বাঁচবেন তো?’ দুজনের প্রায় ৭ মিনিট দীর্ঘ আলাপচারিতায় এই প্রশ্নের উত্তর মেলেনি। এর জন্য তো শ্রীময়ীর শেষ পর্বের অপেক্ষা করতে হবে, কিন্তু দর্শকদের মনে রোহিত সেন চিরকাল বেঁচে থাকবে তা নিশ্চিতভাবে বলাই যায়।
For all the latest entertainment News Click Here