রোহিত শর্মার বিরুদ্ধে বল করতে ভয় পান শাদাব খান, পাক স্পিনারের স্বীকারোক্তি
পাকিস্তানের স্পিনার শাদাব খান এমন দুই ব্যাটসম্যানের নাম জানালেন যাদের সামনে বোলিং করাটা তার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আসলে, টুইটারে ভক্তদের সাথে কথোপকথনের সময়, শাদাব এমন দুই ব্যাটসম্যানের নাম প্রকাশ করেছেন, যাদের সামনে তিনি বোলিং করতে ভয় পান, বা বলা যেতে পারে তিনি চ্যালেঞ্জ মনে করেন। টুইটারে ভক্তদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাদাব স্বীকার করেছেন সেই ব্যাটার হলেন রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নার। শাদাব জানিয়েছেন তাদের বিরুদ্ধে বল করা খুবই কঠিন। শাদাব এই দুই ব্যাটসম্যানকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করেন।
ভারতীয় দলের নবনিযুক্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত শর্মার সামনে বোলিং করা সবসময়ই কঠিন বলে মনে করেন পাকিস্তানের এই স্পিনার। পিচে সেট হয়ে গেলে বড় স্কোর করেই ফিরে আসেন রোহিত। পাকিস্তানের স্পিনার শাদাব খান বিশ্বাস করেন যে হিটম্যান রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের সামনে বল করা তার পক্ষে সবচেয়ে কঠিন। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে প্রশ্নোত্তর পর্বের সময় তিনি এটি জানিয়েছেন।
শাদাব খান সোমবার টুইটারে ভক্তদের সঙ্গে কথা বলেন এবং সেই সময় তিনি সমর্থকদের থেকে প্রশ্ন জানতে চান। সেই সময় ভক্তরা শাদাব হ্যাশ ট্যাগ দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন। এদিকে একজন ভক্ত তাকে জিজ্ঞেস করেন কোন ব্যাটসম্যানের সামনে বোলিং করার সময় তিনি সবচেয়ে বেশি চাপে থাকেন। জবাবে রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের নাম নেন শাদাব খান।
For all the latest Sports News Click Here