রোহিত ফিরলে রাহুলকে বাদ যেতে হবে- কেন এমন বললেন ওয়াসিম জাফর?
রবিবার ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। জয়ের পর কোটি কোটি ভারতীয় ভক্ত রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রেয়স আইয়ারের প্রশংসা করছেন। এরপরেই কুলদীপ যাদবের প্রশংসা করছেন সকলে। একই সঙ্গে আলোচনার বিষয়ও হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক কেএল রাহুল। যিনি দুই টেস্টের চার ইনিংসে ১৪.২৫ গড়ে ৫৭ রান করেছেন।
আরও পড়ুন… ২০২২ সালে টেস্টে রান করার নিরিখে কোহলি ও রাহুলকে পিছনে ফেলেলন অশ্বিন
প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর বিশ্বাস করেন যে ভারতীয় অধিনায়ক কেএল রাহুল হয়তো আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দলে জায়গা পাবেন না। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দুই টেস্ট ম্যাচে খারাপ ব্যাটিং পারফরম্যান্সের করেছেন এবং সেই কারণেই তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন চার ম্যাচের হোম টেস্ট সিরিজের জন্য একাদশ থেকে বাদ পড়তে পারেন। রাহুল বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের চার ইনিংসে মাত্র ২২, ২৩, ১০ এবং ২ রান করেন। উল্লেখযোগ্যভাবে, ভারতীয় ওপেনার ২০২২ সালে চারটি টেস্টে ১৭.১৩ গড়ে মাত্র ১৩৭ রান করেছেন।
আর এই পারফরম্যান্সের পর আলোচনা এমনই হয়েছে যে এখন ভারতীয় দল থেকে বাদ যেতে পারেন কেএল রাহুল। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হওয়া সিরিজ থেকে কেএল রাহুলকে বাদ দেওয়া হলেও কেউ প্রশ্ন করতে পারবেন না হয়তো। আর এমন অবস্থায় প্রাক্তন ক্রিকেটাররা বলতে শুরু করেছেন যে ভবিষ্যতে টেস্ট ম্যাচে কেএল রাহুলের জায়গা নেই।
আরও পড়ুন… মীরপুরে ম্যাচের সেরা হয়েই সচিনের এই বিশ্ব রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেলেন অশ্বিন
কেএল রাহুল সম্পর্কে, ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর একটি ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময়ে তার কঠোর সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে রোহিত ফিট হয়ে টেস্ট দলে ফিরলে, একজনকে প্রত্যাহার করতে হবে। এবং এমন পরিস্থিতিতে, কেএল রাহুল অবশ্যই দলে নিজের জায়গা করে নিতে পারবেন না। তিনি বলেছেন যে কেএল রাহুলকে যে দলের বাইরে যেতে হবে তাতে কোন সন্দেহ নেই। ব্যাটসম্যান হিসেবে সিরিজটা তার কাছে খুবই সহজ ছিল। আর এখন রোহিতের ফেরার পর কেএলকে দলের বাইরের পথ দেখতে হবে। ESPNcricinfo-এর সাথে কথা বলার সময়, জাফর বলেছিলেন, ‘আমার মতে, কেএল রাহুলকে কোন সন্দেহ ছাড়াই আরও ভালো করতে হবে। ব্যাটসম্যান হিসেবে খুব সহজ সিরিজ ছিল তার। রোহিত শর্মা এলে কেএলকে জায়গা করে নিতে হবে।’
কেএল রাহুলের বদলে শুভমন গিলের জন্য বাংলাদেশ সফরটি একটি ভালো সিরিজ ছিল। যেখানে তিনি তার সমালোচনার অবসান ঘটাতে পেরেছেন এবং ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে সক্ষম হয়েছেন। শুভমন গিল দুই টেস্টের চার ইনিংসে ৩৯.২৫ গড়ে ১৫৭ রান করেছেন। এবং এমন পরিস্থিতিতে, অস্ট্রেলিয়া দল যখন ফেব্রুয়ারি-মার্চে চারটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে ভারত সফরে আসবে, তখন নতুন নির্বাচক কমিটির চ্যালেঞ্জ হয়ে উঠবে কেএল রাহুলকে দলে জায়গা দেওয়াটা। কারণ তাদের কাছে এটা খুব কঠিন কাজ হয়ে উঠবে।
For all the latest Sports News Click Here