রোহিত ক্যাপ্টেন্সি না করলে ২০২২ তে ভারত জেতেনি! একই দশা হল পন্তের
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে সাত উইকেটে হেরেছে ঋষভ পন্তের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিয়েই খেলতে নেমেছিল ভারত। তবে তার প্রভাব কিন্তু তাদের খেলাতে একটুও দেখা যায়নি। বলা ভালো ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন ভারতীয় দল। স্কোর বোর্ডে চার উইকেটের বিনিময়ে ২১১ রান তুলেছিল। তবে ২০০ রানের বেশি করেও ম্যাচ জিততে পারেনি টিম ইন্ডিয়া। যা টি টোয়েন্টির ইতিহাসে প্রথম।
এর আগে কখনও এমনটা হয়নি যখন ভারত ২০০-র বেশি রান করেছে এবং সেই ম্যাচ হেরেছে। যদিও হেরে লজ্জার ইতিহাসে টিম ইন্ডিয়া নিজেদের নাম লিখিয়েছে, তবু এদিন রোহিত শর্মার কথা সকলেই মনে করলেন। কারণ হিটম্যানের অভাবটা বেশ টের পেয়েছে ভারতীয় দল। কারণ রোহিত শর্মার অভাবটা ২০২২ সালে বারবার বুঝতে পেরেছে ভারতীয় দল।
কারণ ২০২২ সালে এখনও পর্যন্ত ১৭টা ম্যাচ খেলেছে ভারতীয় দল। যার মধ্যে ১১টা ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল এবং ৬টি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া। তবে চলতি বছরে যেই ৬টা ম্যাচে ভারতীয় দল হেরেছে, সেই প্রত্যেকটি ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা ছাড়া অন্য কেউ। কিন্তু ভারত চলতি বছরে যেই ১১টি ম্যাচ জিতেছে, সেই সবকটি ম্যাচেই ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও রোহিতের লাককে মিস করেছে টিম ইন্ডিয়া। তবে আশা করা যাবে সিরিজের আসন্ন ম্যাচে ভারতীয় দল পন্তের নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে।
For all the latest Sports News Click Here