রোহিত কি আদৌ আউট ছিলেন? বিতর্ক মেটাতে ফুটেজ টুইট করল IPL
রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২১৩ রান তাড়া করতে নেমে ফের ব্যর্থ হন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৩ রান (৫ বলে) করে সন্দীপ শর্মার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু হঠাৎ করেই একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে মনে হচ্ছে, বল স্টাম্পে লাগেনি। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের গ্লাভস লেগে স্টাম্প নড়েছে।
আরও পড়ুন: কী ভাবে ধোনিকে কিস্তিমাত করে, আসল রাজা হলেন সিকান্দার!- ভিডিয়ো
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে। যখন রাজস্থানের অভিজ্ঞ পেসার সন্দীপ শর্মা বল করছিলেন। স্ট্রাইকে ছিলেন রোহিত শর্মা। সন্দীপ ওভারে শেষ ডেলিভারিতে নাকল বল করেছিলেন। একেবারে উইকেট লক্ষ্য করে নিখুঁত লাইনে তিনি বল রেখেছিলেন। বলটি এতটাই ধীরে আসে যে, রোহিত কিছুটা বোকা বনে যান। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল, বল সোজা গিয়ে অফ স্টাম্পে লেগেছে।
আরও পড়ুন: 2023 IPL-ই কি তবে শেষ? ধোনির অবসর নিয়ে বড় আপডেট দিলেন CSK কোচ
তবে ম্যাচের শেষে সোশ্যাল মিডিয়ায় রোহিতের আউটের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো দেখে মনে হচ্ছে যেন, বল বেল স্পর্শই করেনি, বরং সঞ্জুর গ্লাভস লেগে বেল নড়ে গিয়েছে। আর এই ভিডিয়ো প্রকাশের পর থেকেই হইহই পড়ে গিয়েছে নেটপাড়ায়। রোহিত ভক্তরা গর্জে উঠেছেন। শুরু হয়েছে বিতর্ক। রোহিত সত্যি আউট ছিলেন কিনা, সেটা ভালো করে বোঝার জন্য কেন ফিল্ড আম্পায়র সাহায্য নেননি তৃতীয় আম্পায়ারের, তাই নিয়েও জলঘোলা শুরু হয়েছে। রোহিত ভক্তদের দাবি, একটি অ্যাঙ্গেল থেকে দেখে মোটেই বোঝা যাচ্ছিল না, মুম্বই অধিনায়ক আদৌ আউট ছিলেন কিনা!
তবে এই সবের পরে সোমবার বিকেলে আইপিএল তাদের অফিশিয়াল হ্যান্ডেল থেকে টুইট করেছে আউটের ভিডিয়োটি। সেখানে স্পষ্ট ভাবেই দেখা যাচ্ছে যে রোহিত বোল্ড হয়েছেন, সঞ্জু ধারে কাছেও ছিলেন না।
এরকম অনেক সময়ই চোখের ভুলে প্যারালাক্স এররের জন্য বিতর্ক সৃষ্টি হয় কিন্তু সরকারি ভাবে কৈফিয়ত দেওয়া ম্যাচ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পরে, এটা কার্যত নজিরবিহীন। হয়তো পাঁচবার আইপিএল জয়ী বলেই এটা তাঁর প্রাপ্য ছিল।
For all the latest Sports News Click Here