রোহিতের সঙ্গে সূর্যকুমারকে ওপেন করতে দেখে চমকে গিয়েছিলেন ভারতের প্রাক্তন কোচ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে যখন ভারতীয় দল ব্যাট করতে নেমেছিল তখন একটি দৃশ্য সকলকে অবাক করে দিয়েছিল। সেই ছবিটি হল রোহিত শর্মার সঙ্গে সূর্যকুমার যাদবের ওপেনিং করা। এটি ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের টপ অর্ডারের সঙ্গে ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষার আরেকটি বড় উদাহরণ। যা দেখে সকলেই অবাক হয়েগিয়েছিল। কেএল রাহুলের ইনজুরির পর ভারতের হয়ে ওপেন করেন রোহিত শর্মা এবং ইশান কিষাণ। তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ওপেন করতে নামেন। যা দেখে চমকে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধরও।
আর শ্রীধর বলেছিলেন যে সূর্যকুমার যাদবকে রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে আসতে দেখে তিনি অবাক হয়েছিলেন এবং দ্রুত পরীক্ষা করে দেখেছিলেন ঋষভ পন্ত দলে আছেন কি না? ক্রিকেট ডটকমের সঙ্গে আলাপকালে আর শ্রীধর বলেন, ‘যখন দেখলাম সূর্যকুমার রোহিতের সঙ্গে ওপেন করতে যাচ্ছেন, আমি একটু অবাক হয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখলাম ঋষভ পন্ত ম্যাচ খেলছেন নাকি খেলছেন না। এই পরিস্থিতিতে, এটা স্পষ্ট যে সেখানে কিছু ঘটছে, যা আমরা এখনও জানি না।’
আরও পড়ুন… সমস্যায় শাকিব আল হাসান! তারকা ক্রিকেটারকে নোটিশ পাঠাচ্ছে BCB
আর শ্রীধর আরও বলেছেন, ‘ভারতীয় চেঞ্জ রুমের ভিতরে এমন কিছু ঘটছে যা আমরা জানি না। অন্যথায়, আমি এই ম্যানেজমেন্টকে এত সহজে ব্যাটিং অর্ডার ভাঙতে এবং পরিবর্তন করতে দেখি না। কারণ তারা তাদের খেলোয়াড়দের সমর্থন করে। এবং তাদের প্রদর্শনের সুযোগ দেয়। তাদের দক্ষতা এবং তাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেওয়া হয়। তাই যখন সূর্যকুমার এসেছিলেন, আমি বেশ অবাক হয়েছিলাম।’ রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে প্রথম ম্যাচে ২৪ রান, দ্বিতীয় ম্যাচে ১১ রান এবং তৃতীয় ম্যাচে ৭৬ রান করেছিলেন সূর্যকুমার যাদব।’
আরও পড়ুন… একজনের চোট, অন্য জন অফ ফর্মে! দলে না থাকলেও মিউজিক ভিডিয়োতে রয়েছেন রাহুল-কোহলি
শ্রীধর মনে করেন যে সূর্যকুমারের ওপেন করার কারণ হতে পারে যে কেএল রাহুল সুস্থ হয়ে উঠলে সূর্যই হবেন রিজার্ভ ওপেনার। ভারতের প্রাক্তন কোচ বলেন, ‘আমি জানি না কেন এই পরিবর্তন করা হয়েছে। আমি সত্যিই জানি না। হয়তো ঋষভ ওপেন করতে চাননি। ভারত হয়তো আরেকটি ওপেনিং বিকল্পের দিকে তাকিয়ে রয়েছে। স্পষ্টতই, কেএল রাহুলের এই সিরিজে যাওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে তিনি যেতে পারেননি। আমি মোটামুটি নিশ্চিত যে এটি একটি স্টপ-গ্যাপ ব্যবস্থা হতে পারে। কিন্তু আমি যেমন বলেছি, সম্ভবত এমন কিছু আছে যা আমরা জানি না।’
For all the latest Sports News Click Here