রোহিতের পরে ভারতীয় দলের অধিনায়ক হবেন কে? হার্দিক কি আর টেস্ট খেলতে পারবেন?
ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া পিঠের চোট কাটিয়ে বাইশ গজে ফিরেছেন। মাঠে ফিরে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করছেন হার্দিক। তাঁর শক্তিশালী পারফরম্যান্সের কারণে, তিনি ভারতীয় টিমের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। যদিও ইনজুরির পর থেকে আর টেস্ট ক্রিকেট খেলছেন না হার্দিক পান্ডিয়া। ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি ভারতের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। হার্দিক তাঁর টেস্ট ক্যারিয়ারে টিম ইন্ডিয়ার হয়ে ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন, ৫৩২ রান করেছেন এবং ১৭টি উইকেট নিয়েছেন। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বিশ্বাস করেন যে হার্দিক পান্ডিয়ার আবার ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা খুব কম বা নেই বললেই চলে।
রবি শাস্ত্রীর মনে করেন বরোদার অলরাউন্ডারের শরীর আর দীর্ঘ ফর্ম্যাট পরিচালনা করার ক্ষমতা নেই। অর্থাৎ আর দীর্ঘ ফর্ম্যাটের ক্রিকেট খেলার জন্য সক্ষম নন। শাস্ত্রীর মতে সেই কারণেই হার্দিক আর কখনও টেস্ট ক্রিকেট খেলতে পারবেন না। ভারতের প্রাক্তন কোচ বলেন, ‘তাঁর শরীর টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে পারছে না। এই বিষয়টা পরিষ্কার হয়েগিয়েছে।’ হার্দিক, যিনি ২০১৬ সালে ভারতের হয়ে অভিষেক করেছিলেন। তিনি ২০১৭ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন। এরপরে হার্দিক নিজের শেষ ম্যাচটি ২০১৮ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। নিজের শেষ টেস্টে প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বোলিং অলরাউন্ডারের অভাব ছিল। এই ম্যাচে দল রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিয়ে চার ফাস্ট বোলার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল। যা সঠিক প্রমাণিত হয়নি। শিরোপা জয়ের এই ম্যাচ হারার পর, প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাদা জার্সিতে হার্দিক পান্ডিয়াকে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি ইন্ডিয়া টুডেকে বলেছিলেন, ‘আমি আশা করি হার্দিক শুনছেন। আমি তাঁকে টেস্ট ক্রিকেট খেলতে দেখতে চাই, বিশেষ করে এই কন্ডিশনে।’ তবে সৌরভ যে ঠিক বলেননি সেটা বুঝিয়ে দিলেন রবি শাস্ত্রী। তাঁর কথাতেই পরিষ্কার যে লাল বলের ক্রিকেটে হার্দিকের ফেরাটা এখন বেশ কঠিন। যদিও টেস্টে হার্দিকের খেলা কঠিন বলে মনে করেন শাস্ত্রী তবু তাঁকে সাদা বলের পরবর্তী অধিনায়ক হিসাবে দেখছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ।
দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেছেন, ‘বিশ্বকাপের পর হার্দিক পান্ডিয়ার শরীর যদি পুরোপুরি ফিট হয়ে যায়, তাহলে তাঁকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা উচিত। টেস্ট ক্রিকেটের ভার তার শরীর সামলাতে পারবে না। বিষয়টা এখন সম্পূর্ণ পরিষ্কার হয়েগিয়েছে।’ রোহিত শর্মার নেতৃত্বে এবারের বিশ্বকাপে অংশ নেবে ভারতীয় দল। যদিও রোহিত শর্মাও ধীরে ধীরে তাঁর ক্যারিয়ারের শেষের দিকে যাচ্ছেন এবং এই কারণে, রবি শাস্ত্রী মনে করেন যে ভবিষ্যতের কথা মাথায় রেখে বিশ্বকাপের পরে হার্দিক পান্ডিয়াকেই অধিনায়ক করা উচিত। তবে, শাস্ত্রীও বিশ্বাস করেন যে হার্দিকের শরীর টেস্ট ক্রিকেটের ওজন সহ্য করতে পারবে না। তাই তাঁকে কেবল সাদা বলের ক্রিকেটেই সীমাবদ্ধ রাখা উচিত।
For all the latest Sports News Click Here