রোহিতের নেতৃত্বে টানা ১৯টি ম্যাচ জয় ভারতের, পন্টিংয়ের বিশ্বরেকর্ড ছোঁয়ার অপেক্ষা
মহেন্দ্র সিং ধোনি পারেননি। ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলিরও এমন কৃতিত্ব নেই। ভারতের আর কোনও অধিনায়ক যা করে দেখাতে পারেননি, নেতা হিসেবে রোহিত শর্মা তেমনই কৃতিত্ব অর্জন করেন।
এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করার সঙ্গে সঙ্গে রোহিত শর্মার নেতৃত্বে টানা ১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের নজির গড়ে ভারত। উল্লেখ্যযোগ্য বিষয় হল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি টেস্ট-সহ রোহিতের নেতৃত্বে ভারত টানা ১৯টি আন্তর্জাতিক ম্যাচে জয় তুলে নেয়।
তিন ফর্ম্যাট মিলিয়ে টানা আন্তর্জাতিক ম্যাচ জয়ের নিরিখে রোহিতের থেকে আগে রয়েছেন কেবল রিকি পন্টিং। প্রাক্তন অজি দলনায়ক টানা ২০টি আন্তর্জাতিক ম্য়াচে জয় অনে দিয়েছিলেন দেশকে। ২০০৩ সালে পন্টিংয়ের নেতৃত্বে ২০টি ওয়ান ডে জিতেছিল অস্ট্রেলিয়া। সুতরাং, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে ভারত জয় তুলে নিলেই রোহিত রিকি পন্টিংয়ের ক্যাপ্টেন্সি রেকর্ড ছুঁয়ে ফেলবেন।
রোহিত শর্মার নেতৃত্ব ভারতের টানা ১৯টি আন্তর্জাতিক ম্যাচ জয়:-
# বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ ২টি টি-২০ ম্যাচে জয় তুলে নেয় ভারত।
# নিউজিল্যান্ড সফরের শেষ টি-২০ ম্য়াচে জয় তুলে নেয় ভারত>
# নিউজিল্যান্ডকে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া।
# ওয়েস্ট ইন্ডিজকে ৩ ম্য়াচের ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত করে ভারত।
# ওয়েস্ট ইন্ডিজকে ৩ ম্য়াচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে ভারত।
# শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ভারতীয় দল।
# শ্রীলঙ্কাকে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া।
# ইংল্যান্ড সফরে সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাচে জয় তুলে নেয় ভারত।
For all the latest Sports News Click Here