রোহিতের ওকে প্রয়োজন, ও বিপক্ষের ত্রাস- ভারতের WC টিম নিয়ে বড় দাবি লঙ্কান তারকার
২০২৩ সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপের জন্য রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় এবং টিম ম্যানেজমেন্টের বাকিরা সেরা কম্বিনেশন খোঁজার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভারত শেষ বার ২০১৩ সালে আইসিসি ট্রফি জিতেছিল। সে বার তারা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল। তার পর থেকে তারা আইসিসি ইভেন্টে হয় রানার্স আপ হয়েছে বা বিধ্বস্ত হয়ে আগেই ছিটকে গিয়েছে।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছিল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ভারত সেমিফাইনালে উঠেছিল। কিন্তু সেখানে তারা ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরেছিল। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ১৬ ওভারেই উইকেট না হারিয়ে ১৭০ করে ফেলে। জস বাটলার (অপরাজিত ৮০) এবং অ্যালেক্স হেলস (অপরাজিত ৮৬) অপরাজিত ছিলেন।
৫০ ওভারের বিশ্বকাপের আগে ভারত, যারা কিনা আয়োজক, তারা কিছু বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। তারকা পেসার জসপ্রীত বুমরাহ গত বছর থেকে চোটের কারণে দলের বাইরে। এবং আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এশিয়া কাপ মিস করতে পারেন। ওডিআই বিশ্বকাপের আগে তাঁকে দলে ফেরানোর জন্য মরিয়া চেষ্টা করা হচ্ছে। এদিকে দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্তও একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন। তিনি কবে ২২ গজে ফিরবেন, তার কোনও ঠিক নেই। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার দিলহারা ফার্নান্দো মনে করেন, বুমরাহর অনুপস্থিতি ওডিআই বিশ্বকাপে ভারতের জন্য খুব ব্যয়বহুল হতে পারে এবং খুব বেশি ভাবে বুমরাহকে প্রয়োজন রোহিত শর্মার।
আরও পড়ুন: রোহিত,দ্রাবিড় ODI WC-এ ফোকাস করতে বলেছিল- দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন শিখর
ফার্নান্দো টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘আপনি যদি গত পাঁচ বছরে ভারতের পারফরম্যান্সের দিকে তাকান, বুমরাহ খুব বড় ভূমিকা পালন করেছেন। তিনি সত্যিই ভারতের পেস আক্রমণকে খুব ভালো নেতৃত্ব দিয়েছেন। তিনি ম্যাচের রং বদল করতে ওস্তাদ। আমি ওর চোট সম্পর্কে সে ভাবে নিশ্চিত নই। কিন্তু বিশ্বকাপে ও ভারতের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। বিশ্বকাপে রোহিতের ওকে প্রয়োজন হবে। বিশ্বকাপে ভারত এবং রোহিতের সত্যিই ওকে প্রয়োজন হবে।’
সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ‘বুমরাহ ইতিমধ্যেই আইপিএল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। আগামী ৬ মাস তিনি ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন করতে পারবেন না। কিন্তু, তার পরেও তিনি কবে কামব্যাক করতে পারবেন, এমন কোনও আশার আলো চিকিৎসকেরা দেখাতে পারেননি। আমরা একদিনের ক্রিকেট বিশ্বকাপ লক্ষ্য করে এগোচ্ছি। সেখানেও বুমরাহ খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।’
আরও পড়ুন: বুমরাহ,পন্ত,শ্রেয়স,জেমিসন- IPL শুরুর আগেই গুচ্ছ প্লেয়ারের চোট,সমস্যায় কোন কোন দল
সম্প্রতি নিউজিল্যান্ডে তারকা ভারতীয় পেসারের পিঠে অস্ত্রোপচার হয়েছে। এবং তিনি এখন সেরে উঠতে লড়াই চালাচ্ছেন। তবে তাঁর আপডেট একমাত্র রয়েছে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের কাছে। বিশ্বকাপের আগে বুমরাহর পিঠের চোটের পরিস্থিতি কেমন থাকে, তা মূলত রিহ্যাব এবং এনসিএ-তে প্রশিক্ষণের মাধ্যমে নির্ধারণ করা হবে। তবে ভারতীয় দল এবং ভক্তরা আশাবাদী যে, বুমরাহ বিশ্বকাপে পুরনো ছন্দে শক্তিশালী ভাবেই প্রত্যাবর্তন করবেন। আর তিনি না পারলে, সেটা ভারতের কাছে বড় ক্ষতি হবে বলে দাবি করেছেন ফার্নান্দো।
ফার্নান্দো বলেছেন, ‘ভারতীয় কন্ডিশনে বুমরাহ অন্য মাত্রা যোগ করতে পারবে। প্রতিপক্ষের জন্য তিনি দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। তিনি দলে থাকলে ভারতের পেস আক্রমণও শক্তিশালী হয়। বুমরাহ এবং রোহিত একে অপরকে ঘনিষ্ঠ ভাবে জানে, চেনে। এবং তাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে। তাই রোহিত চাইবে, বিশ্বকাপে বুমরাহকে পেতে। আসলে রোহিত এবং বুমরাহর পারস্পরিক বোঝাপড়া ভালো, বিশেষ করে কঠিন পরিস্থিতিতে। বুমরাহ ভারতের পাশাপাশি রোহিতের জন্যও গুরুত্বপূর্ণ হবে।’
For all the latest Sports News Click Here