রোহিতদের প্রতিপক্ষ ১৪১ বছরের ইতিহাস, এত কম রান কোনও দল ডিফেন্ড করতে পারেনি
ইন্দোরে ভারতীয় বোলারদের সামনে এ বার অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার সামনে টার্গেট মাত্র ৭৬ রানের। এই রান করতে পারলেই বর্ডার-গাভাসকর ট্রফিতে দুরন্ত প্রত্যাবর্তন করবে অস্ট্রেলিয়া। আর ভারতকে জিততে হলে ভাঙতে হবে ১৪১ বছরের ইতিহাস। যে রেকর্ড ইংল্যান্ডকে হারিয়ে ১৮৮২ সালে করেছিল অস্ট্রেলিয়াই। সেই অস্ট্রেলিয়াকে হারাতে হলে এ বার তাদের ১৪১ বছরের রেকর্ডই ভাঙতে হবে রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে।
১৮৮২ সালে অগস্টে ওভালে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৪ রানের লিড পেয়েছিল। জিততে হলে ইংল্যান্ডকে করতে হত ৮৫ রান। সেই রানও করতে পারেনি ব্রিটিশরা। ৭৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৭ রানে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: ভিডিয়ো- চোখের পলকে বল তালুবন্দি, বিপজ্জনক শ্রেয়সকে ফেরালেন উসমান
অজি বোলারদের দাপটে ফের নিজেদের দ্বিতীয় ইনিংসেও ল্যাজেগোবরে হল ভারতীয় ব্যাটাররা। ভারতীয় বোলাররা ১৯৭ রানে অস্ট্রেলিয়াকে আটকে দিলেও, সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বৃহস্পতিবার প্রথম সেশনে উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিনের দাপটে অস্ট্রেলিয়া ৮৮ রানের লিড পায়।
প্রথম দিনের শেষে ৪ উইকেটে অস্ট্রেলিয়া ১৫৬ রান করেছিল। সেখান থেকে এ দিন আর মাত্র ৪১ রান তারা যোগ করতে পারে। তাতেই ৬ উইকেট হারিয়ে বসে থাকে অজিরা। ইনিংসের শেষ দিকে মাত্র ১১ রানে অস্ট্রেলিয়ার শেষ ৬ উইকেট পড়ে। উমেশ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন ৩টি করে উইকেট নেন।
আরও পড়ুন: ৮ উইকেট নিয়ে মুরলিধরনের রেকর্ড ভাঙলেন লিয়ন, গড়লেন একাধিক নজির
পরে ভারতের দ্বিতীয় ইনিংসও শেষ হয়ে যায় মাত্র ১৬৩ রানে। আরও খারাপ পরিস্থিতি হতে পারত ভারতের। দলের ইনিংসকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচালেন চেতেশ্বর পুজারা। অর্ধশতরান করেন তিনি। ভারতের দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ একেবারে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে। চেতেশ্বর পূজারা ৫৯ রান করেন। আর ২৬ রান করেন শ্রেয়স আইয়ার। বাকিদের অবস্থা তথৈবচ।
পূজারার ৫৯ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ করেছেন শ্রেয়সই। এর বাইরে ২০ রানের গণ্ডি কেউ টপকাতে পারেননি। রোহিত শর্মা (১২), শুভমন গিল (৫), বিরাট কোহলি (১৩), রবীন্দ্র জাদেজা (৭), শ্রীকর ভরত (৩), রবিচন্দ্রন অশ্বিন (১৬), অক্ষর প্যাটেল (১৫), উমেশ যাদব (০), মহম্মদ সিরাজরা (০) ল্যাজেগোবরে হন।
অস্ট্রেলিয়ার নাথান লিয়ন দ্বিতীয় ইনিংসে একাই ৮ উইকেট তুলে নেন। এ ছাড়া মিচেল স্টার্ক এবং ম্যাথিউ কুনম্যান ১টি করে উইকেট নিয়েছেন। মাত্র ১৬৩ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। মাত্র ৭৫ রানের লিড পায় তারা।
For all the latest Sports News Click Here