‘রোহিতদের জবাবদিহি করতে হয় না’, WTC ফাইনালের হার নিয়ে চাঁচাছোলা মন্তব্য সানির
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারের পরে ভারত প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামছে জুলাই মাসে। ভারতীয় জাতীয় নির্বাচক কমিটি ওডিআই এবং টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছেন। এই দুই দলের অধিনায়ক রাখা হয়েছে রোহিত শর্মাকেই। তবে টেস্ট দল থেকে বাদ পড়েছেন তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা। এই টেস্ট স্পেশালিস্ট জাতীয় দলের জায়গা না পাওয়ায় এখন সব মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
পূজারা বেশ কয়েকটি ম্যাচে বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার কারণেই জাতীয় দল থেকে তাকে বাদ পড়তে হয়েছে বলে মনে করছেন সকলে। অন্যদিকে দীর্ঘদিন পরে ভারতীয় দলে ফিরে এসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো পারফরম্যান্স করেন অজিঙ্কা রাহানে। তাকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে সহ অধিনায়ক করা হয়েছে। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বেশ জোরদার ভাবে শুরু করতে চাইবে। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর ভারতীয় দলের এই নির্বাচন পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে রোহিত শর্মাকে অধিনায়ক করে পাঠানো হয়েছে। তবে দল গঠনের বিষয়ে অসন্তুষ্ট হয়েছেন সানি। নিজের খেলার সময়কার কথা মনে করিয়ে জানান, এখন অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় না। স্পোর্টস তাকের সঙ্গে সাক্ষাৎকারে গাভাসকর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট দল নিয়ে আলোচনা করার সময় জানান, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টকে নিয়ে একটি বৈঠক ডাকা উচিত ছিল বলে তিনি মনে করেন।
প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে একটি বোর্ড মিটিং ডাকা উচিত ছিল বিসিসিআইয়ের। অধিনায়ক নিয়োগ করার বিষয়ে আলোচনা করা দরকার আছে। আমরা যখন খেলতাম তখন বোর্ড মিটিংয়ে অধিনায়ক নির্বাচিত করা হত। তারপর কয়েকদিন পর তাকে একটি বা দুটি বৈঠকে যোগ দিতে বলা হত। তারপর সে নির্বাচকদের জানাত অধিনায়ক হিসাবে সে কেমন দল চাইছে। কিন্তু এখন তা হয় না। একবার অধিনায়ক নির্বাচিত হয়ে গেলে সে অধিনায়ক থাকবে তা যা হয়ে যাক না কেন। যদি ব্যক্তিগত পারফরম্যান্স ভালো থাকে তাহলে অধিনায়কের বদল হবে না। তাতে অনেকগুলি সিরিজ হারলেও কিছু এসে যায় না।’
তিনি আরও বলেন, ‘আমাদের যদি শক্তিশালী নির্বাচক থাকত, তাহলে সে জিজ্ঞেস করত তুমি কেন অশ্বিনকে বাদ দিলে? কেন মাঠে নামালে না? ট্র্যাভিস হেড ক্রিজে আসার সঙ্গে সঙ্গে শর্ট বলের কৌশল ব্যবহার করলেন না কেন? এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ। সেইসব প্রশ্ন করার পরও অধিনায়ক হিসেবেও রাখা যায়। আমি বলছি না ওদের ফেলে দাও। কিন্তু জবাবদিহি অবশ্যই করতে হবে। কিন্তু সেই রকম কোনও ব্যাপারই নেই। আমি সত্যি হতাশ।’
For all the latest Sports News Click Here