রোহিতদের আমলে ‘সবকিছু ঠিক দেখাচ্ছে’, ‘বিরাট’ মন্তব্যের পরে তোপের মুখে কাইফ
আচমকা ভারতীয় দলে সবকিছু ঠিকঠাক লাগছে। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবি়ড়ের আমলে ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন টেস্ট দল তৈরি হচ্ছে। এমনই মন্তব্য করে কটাক্ষের মুখে পড়লেন মহম্মদ কাইফ। নেটিজেনদের একাংশ পালটা প্রাক্তন ভারতীয় খেলোয়াড়কে প্রশ্ন করলেন, কীসব ভুলভাল বকছেন আপনি? সঙ্গে বললেন, বিরাট কোহলির অধীনেও ঘরের মাঠে জিতছিল ভারতীয় দল।
শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে উড়িয়ে দেওয়ার পর ভারতীয় দলের প্রশংসা করে মঙ্গলবার দুপুরে টুইটারে কাইফ বলেন, ‘কেএল (রাহুল), রোহিত, (হনুমা) বিহারী, কোহলি, (শ্রেয়স) আইয়ার, (ঋষভ) পন্ত, (রবীন্দ্র) জাদেজা, অ্যাশ (রবিচন্দ্রন অশ্বিন), (জসপ্রীত) বুমরাহ, (মহম্মদ) শামি এবং ১১ নম্বরে প্রচুর বিকল্প আছে। আচমকা সবকিছু ঠিকঠাক লাগছে। রোহিত এবং (রাহুল) দ্রাবিড়ের অধীনে বিশ্ব চ্যাম্পিয়ন টেস্ট দল তৈরি হচ্ছে।’
সেই টুইটের পরই সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েন কাইফ। এক নেটিজেন বলেন, ‘কোহলির অধীনে একই দল নিজেদের মেলে ধরছিল এবং জিতছিল। এটা নতুন কোনও বিষয় নয়। আসল পরীক্ষা তো হবে বিদেশে। গত দু’তিন বছরে জঘন্য ফর্মে থাকা সত্ত্বেও (চেতেশ্বর) পূজারা এবং (অজিঙ্কা) রাহানেকে বাদ দিতে পারেননি কোহলি এবং শাস্ত্রী। অশ্বিনকেও ঠিকভাবে ব্যবহার করা হয়নি।’ একই সুরে অপর এক নেটিজেন বলেন, ‘বর্তমানের টেস্ট দল তৈরি করেছেন বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী। বিহারী থেকে অক্ষর – প্রত্যেকেই প্রথমে বিরাটের অধিনায়কত্বে খেলেছেন। নিজের পছন্দের তত্ত্ব তুলে ধরবেন না।’ অপর একজন বলেন, ‘কী ভুলভুল বকছেন আপনি? কোহলি এবং শাস্ত্রী এই দলটা তৈরি করেছেন। রোহিত শুধুমাত্র সেই দলের ফায়দা নিচ্ছেন, তাও শ্রীলঙ্কার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের মতো বিষয়ের সঙ্গে গুলিয়ে ফেলবেন না।’
কেউ কেউ আবার কাইফের তত্ত্বকে সমর্থন করেছেন। তেমনই একজন বলেন, ‘সত্যি বলতে সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে সম্পূর্ণভাবে ছড়ি ঘুরিয়েছেন রোহিত ও দ্রাবিড় জুটি। ভারতীয় টেস্ট দলের জন্য তাঁরা সেরা জুটি।’ অপর একজন বলেন, ‘কার কী ভূমিকা এবং স্পষ্টভাবে পুরোটা জানিয়ে দেওয়া এই জুটির বৈশিষ্ট্য।’
For all the latest Sports News Click Here