রোহিতকে ‘বাঁচালেন’, অতীতে কোহলিকে আউট দিয়েছিলেন, বিতর্কে জড়ালেন নীতিন মেনন
ইন্দোরে ঘূর্ণি ট্র্যাকে রীতিমত দুঃস্বপ্নের দিন কাটল ভারতীয় আম্পায়ার নীতিন মেননের। এমনিতে দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে আম্পায়ারিং করে আসছেন নীতিন মেনন। এলিট প্যানেলের একমাত্র ভারতীয় আম্পায়ার তিনি। কিন্তু আজকের দিনটা তাঁর ছিল না। একের পর এক ভুল সিদ্ধান্ত নিলেন, ভারতের দুর্ভাগ্যের দিনে রোহিত ও কোহলি ভক্তদেরকে উত্তেজিতও করে তুললেন নীতিন।
অস্ট্রেলিয়ায় স্পিন বোলিংয়ের সামনে নিজেদের তৈরি করা ঘূর্ণি পিচে বিপাকে পড়ল টিম ইন্ডিয়া। ১০৯ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। নয়টি উইকেট পান স্পিনাররা। রান আউট হন মহম্মদ সিরাজ। নীতিন মেননের সঙ্গে জোয়েল উইলসন ভারত বনাম অস্ট্রেলিয়া ইন্দোর টেস্টের দায়িত্ব পালন করছেন। উইলসন মোটের ওপর ঠিকঠাক সিদ্ধান্ত দিলেও একের পর এক ভুল ডিসিশন নেন নীতিন মেনন
ঘটনার সূত্রপাত রোহিত শর্মার ক্ষেত্রে দুইবার আউট না দেওয়া নিয়ে। ম্যাচের প্রথম ওভারে রোহিত শর্মাকে দুবার আউট দেননি নীতিন। শেষ অবধি স্টাম্প আউট হন ভারত অধিনায়ক।
টুইটারে রীতিমত আক্রমণের মুখে পড়েন তিনি।
অন্যদিকে বিরাট কোহলির যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন, তাঁর ক্ষেত্রে প্রথমবারেই সঠিক সিদ্ধান্ত নেন উইলসন। তবে এটি মার্জিনাল কল ছিল।ভারতের প্রাক্তন অধিনায়ক রিভিউ নিলে দেখা যায় বল লাইনেই পড়েছে। লেগ স্টাম্পে গিয়ে লাগছে। রিভিউ হারায় ভারত। এরপরেই ভাইরাল হতে থাকে দিল্লিতে মেনন যেভাবে মার্জিনাল সিদ্ধান্তে কোহলিকে আউট দিয়েছিলেন ও এই টেস্টে যেভাবে রোহিতকে আউট দেননি তার স্ক্রিনশট। অনেকেই মেননকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন।
এদিন সবমিলিয়ে পাঁচটি ভুল করেছেন নীতিন মেনন। টেস্টের প্রথম বল থেকেই মেননের ভুলের উপাখ্যান শুরু। রোহিত মিচেল স্টার্ককের বলে উইকেটরক্ষক পিটার হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ তুলে দেন। দুই বল পরে, মেনন রোহিতের বিরুদ্ধে একটি এলবিডব্লিউর ক্ষেত্রে ভুল করেন। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় আউট ছিলেন রোহিত। আশ্চর্যজনকভাবে অস্ট্রেলিয়া ডিআরএস নেয়নি। সবমিলিয়ে, মেনন পাঁচটি ভুল করেন প্রথম ইনিংসে। অশ্বিন ও ভরতকে তিনি নট আউট দেন, যেটা পরে রিভিউ করে অজিরা ও সেখানে দেখা যায় দুজনেই আউট। নীতিনকে নিয়ে বিতর্ক এই প্রথমবার নয়। দ্বিতীয় টেস্টে কোহলি যখন ৪৪ রানে ব্যাট করছিলেন তাকে এলবিডব্লু দেন নীতিন। কোহেলি রিভিউ নিলেও তৃতীয় আম্পায়ারের ক্ষেত্রে সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। বোঝা যায় বল প্রথমে ব্যাট ছুঁয়ে প্যাডে লেগেছে।
দিনের শেষ দিকে যদিও ভারত একটি রিভিউ নেয় নীতিন মেননের সিদ্ধান্তের বিপক্ষে। যদিও সেটায় তাঁরা ব্যর্থ হয়। তাই কিছুটা হলেও মুখরক্ষা হয় ভারতীয় আম্পায়ারের। তবে রোহিতের হাতে আর রিভিউ নেই। তাই কাল অন্তত অজিদের ব্যাটিংয়ের সময় সিদ্ধান্ত বদলানোর গ্লানি বহন করতে হবে না তাঁকে। এখন একমাত্র সেটাই তাঁর সান্ত্বনা।
For all the latest Sports News Click Here