রোশন বাড়িতে জ্ঞানের আলোর রোশনাই! হাজির গৌর গোপাল দাস, কী কথা হল রাকেশের সঙ্গে
বর্তমানে গুরু গৌর গোপাল দাস খুব জনপ্রিয় একটা মুখ সোশ্যাল মিডিয়ায়। ধর্ম থেকে শুরু করে জীবনের কঠিন পরিস্থিতি, লাইফস্টাইল, চাকরি নিয়ে একাধিক ভিডিয়ো ভাইরাল গৌর গোপাল দাসের। তিনি সোশ্যাল মিডিয়ায় এক জনপ্রিয় ব্যক্তিত্ব।
অভিনেতা-পরিচালক রাকেশ রোশন এবং তাঁর স্ত্রী পিঙ্কি রোশন সম্প্রতি সন্ন্যাসী এবং অনুপ্রেরণাদায়ক বক্তা গৌর গোপাল দাসের সঙ্গে দেখা করেছেন। হৃতিক রোশন এবং সুনয়না রোশনের পাশাপাশি নাতনি সুরানিকাও গেট-টুগেদারে অংশ নিয়েছিলেন। রাকেশের ভাই রাজেশ রোশনের মেয়ে পশমিনা রোশনকেও দেখা গিয়েছে।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে রাকেশ তাঁর বাড়িতে গৌর গোপাল দাসের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে হৃতিক, সুনয়না রোশন এবং সুরানিকাও ছিলেন। গ্রুপ ছবিতে সকলে ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন। সাক্ষাতের সময় হৃতিক একটি ফুলহাতা মেরুন টি-শার্ট, নীল ডেনিম এবং একটি হলুদ ক্যাপ পরেছিলেন। রাকেশ সাদা শার্ট ও ট্রাউজার পরেছিলেন। পিঙ্কি, সুনয়না ও সুরানিকাকে এথেনিক পোশাকে দেখা গিয়েছে।
আরও পড়ুন: বিমানবন্দরের লাউঞ্জে চুটিয়ে আড্ডা ভিকি-ক্যাটরিনা-আলিয়ার, রণবীরের কথা উঠল নাকি
পোস্টের ক্যাপশনে রাকেশ রোশন বলেছেন, ‘গৌর গোপাল দাস আমাদের বাড়িতে এসে তাঁর উপস্থিতি এবং কৃতজ্ঞতায় ভরা শব্দ দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন। খুবই সম্মানের ছিল (হাত ভাঁজ করা ইমোজি)’। পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে গৌর গোপাল দাস মন্তব্য করেছেন, ‘আপনাদের সবার সঙ্গে সময় কাটাতে পারাটা পরম আনন্দের। রাকেশ রোশনজীর এতটা সম্মানের জন্য আপনাকে ধন্যবাদ’।
লিভিং রুমের মধ্যে সকলে বসে আলোচনা করছেন। সেই ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন রাকেশ রোশন পত্নী পিঙ্কি রোশন। ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ দিন!!!! কৃতজ্ঞতায় ভরা একটি দিন। সুন্দর দিন। আমাদের সকলের মধ্যে গৌর গোপাল দাসের থাকাটা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। অভিভূত এবং আবারও গৌর গোপাল দাসকে ধন্যবাদ’।
উল্লেখ্য, ২০২৪ সালে ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে হৃতিককে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ‘ওয়ার ২’-এর মতো ছবিও রয়েছে হৃতিকের হাতে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here