রোলাঁ গারোর ফাইনালে রুডকে হারিয়ে টপকালেন নাদালকে, ইতিহাস ডি’জোকারের
ইতিহাস লিখে ফেললেন নোভক জোকোভিচ। করে ফেললেন বিশ্বরেকর্ড। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়ে ফেললেন জোকার। এর আগে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির ছিল রাফার। জোকোভিচ আগেই ছুঁয়ে ফেলেছিলেন নাদালকে। রবিবার রোলাঁ গারোর ফাইনালে তরুণ ক্যাসপার রুডকে হারিয়ে টপকে গেলেন রাফাকে। এই নিয়ে তৃতীয় বার ফ্রেঞ্চ ওপেন জয়ের স্বাদ পেলেন সার্বিয়ান তারকা।
এ দিন জিতে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ডি’জোকার। কেঁদে ফেলেন তিনি। এর পরে ছুটে যান নিজের টিমের সদস্য এবং পরিবারের লোকেদের কাছে। এমন ভাবে আবেগে, উচ্ছ্বাসে ভাসতে জোকোভিচকে খুব কম বারই দেখা গিয়েছে। এ দিন যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেসে যান সার্বিয়ার ৩৬ বছরের তারকা।
কার্লোস আলকারাজকে সেমিফাইনালে হারানোর পর অনেকেই বলছিলেন, ফাইনালের আগেই শিরোপা জিতে ফেলেছেন নোভক। কিন্তু লড়াইটা মোটেও সহজ ছিল না ৩৬ বছরের তারকার জন্য। ২৪ বছরের আগুনের সামনে প্রথম দিকে বেকায়দায় পড়তেও হয়েছে জোকারকে। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতারই জয় হয়। খেলার ফল জোকোভিচের পক্ষে ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫।
দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ আগেই ছিটকে গিয়েছিলেন। প্রথম বাছাই আলকারাজও বিদায় নেন সেমিফাইনালে। ফরাসি ওপেনের ফাইনালে তাই লড়াই ছিল তৃতীয় বনাম চতুর্থ বাছাইয়ের। বলা ভালো, ফরাসি ওপেনের ফাইনালে সুরকির কোর্টে তরুণ প্রজন্মের বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা প্লেয়ারের অভিজ্ঞতার লড়াই দেখল গোটা টেনিস বিশ্ব। তবে ফুটন্ত রক্তকে দাবিয়ে শেষ হাসি হাসলেন পোড় খাওয়া জোকেভিচই।
চলতি ফরাসি ওপেনে প্রথম সেটে বেশ সমস্যায় পড়তেই দেখা গিয়েছে জোকোভিচকে। ফাইনালের শুরুটাও কিন্তু মনের মতো হয়নি জোকোভিচের। লড়াইটা প্রথম সেটে বেশ হাড্ডাহাড্ডি হয়। বেগ পেতে হয় অভিজ্ঞ তারকাকে। রুড নিজের প্রথম সার্ভ ধরে রেখে পরের গেমেই জোকারের সার্ভিস ব্রেক করেন। একেবারে শুরুতেই হয় ছন্দপতন। ম্যাচের প্রথম দিকে বেশ নড়বড় করছিলেন জোকোভিচ। ভুলভাল শট খেলছিলেন। কিন্তু সময় যত গড়ায়, ধীরে ধীরে ম্যাচের রাশ নিজের হাতে নিতে শুরু করেন সার্বিয়ার তারকা প্লেয়ার।
প্রথম সেটের সপ্তম গেমে রুডের সার্ভিস ব্রেক করেন নোভক। তার পরেই যেন ছন্দ ফিরে পান জোকোভিচ। প্রথম সেটে একটা সময়ে ৩-০ এগিয়ে ছিলেন রুড। কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেন জোকার। শেষে প্রছম সেটেকর ফল টাইব্রেকারে গড়ালে, সহজ জয় ছিনিয়ে নেন জোকার। ৭-৬-এ প্রথম সেট জোকোভিচ জিতে যায়। দ্বিতীয় সেট অবশ্য এক তরফা ভাবেই জেতেন জোকোভিচ। তৃতীয় সেটে ফের কিছুটা লড়াই হয়। তবে তৃতীয় সেট টাইব্রেকারে গড়ানোর আগেই জয় ছিনিয়ে নিয়ে বিশ্বরেকর্ড করে ফেলেন সার্বিয়ার তারাক প্লেয়ার নোভক জোকোভিচ।
For all the latest Sports News Click Here