রোমে হঠাৎ ‘ইয়াদো কি বারাত’-এর সুর! মুহূর্তে সব টাকা ‘হারান’ জিনাত, কীভাবে
মাস খানের আগেই ইনস্টাগ্রাম করা শুরু করেন বলিউডের প্রবীন অভিনেত্রী জিনাত আমন। ইনস্টাগ্রামে অভিষেক হওয়ার পর থেকেই তিনি খবরের শিরোনামে। এর পিছনে অন্যতম কারণ হল তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন এবং প্রতিদিনই নতুন কিছু শেয়ার করেন ভক্তদের জন্য। এর পাশাপাশি, জিনাত ভক্তদের সঙ্গে তাঁর স্মৃতি ভাগ করে নিয়ে নিজের বিষয় কিছু না কিছু বলতে থাকেন।
অভিনেত্রী সম্প্রতি তাঁর একটি খুব সুন্দর ছবি শেয়ার করে ‘ইয়াদো কি বারাত’ গানের নিয়ে একটি গল্প শেয়ার করেছেন। জিনাত জানিয়েছেন, ২০০৫ সালে সন্তানদের নিয়ে রোমে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে গিয়ে যখন তিনি নিজের ছবির এই গান শুনেছিলেন, তিনি এত খুশি হয়েছিলেন যে তিনি রোমের রাস্তায় গান গাওয়া ব্যক্তির উপর প্রচুর টাকা লুটিয়েছিলেন। আরও পড়ুন: ‘জারা হটকে জারা বাঁচকে’র সাফল্য পার্টি, কীভাবে সাজলেন সারা, ভিকি থেকে কৃতিরা
জিনাতের পোস্ট অনুসারে, তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন। একটি ক্যাফেতে আইসক্রিম উপভোগ করছিলেন, তখন তিনি একজন ইতালীয়কে অ্যাকর্ডিয়নে তাঁর ছবির গান ‘ইয়াদন কি বারাত’-এর লিরিক্স বাজাতে শুনেছিলেন। সেই সুর শুনে মুগ্ধ হয়ে যান অভিনেত্রী। ভিনদেশে নিজের ছবির গানের সুর শুনে অভিনেত্রী এত খুশি হয়েছিল হাতের মানিব্যাগটাই তাঁর ক্যাপে রেখে দিয়েছিলেন।
অফ-শোল্ডার ফ্লোরাল পোশাক, চোখে কালো রোদ-চশমা পরে নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই পোস্টের ক্যাপশনে রোমে ভ্রমণের সুন্দর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। মাঝে-মাঝেই জিনাত আমান পুরনো দিনের স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, টিনসেল টাউনের অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন জিনাত আমান। ৭০-এর দশকের অভিনেতা-অভিনেত্রীদের কাছে সোশ্যাল মিডিয়ার বিষয়টাই ছিল না। একটা সময়ের পর তা ধীরে ধীরে সকলের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে যায়। সময়ের সঙ্গে তাল মিডিয়া চলতে ভালোবাসেন এই বলি সুন্দরী। তাই তো ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট খুলে ফেলেছেন।
For all the latest entertainment News Click Here