রোমাঞ্চের খোঁজে শৈশব বারবার ফিরবে মিত্তিরদের বাগানে, যেখানে বসে থাকবেন ষষ্ঠীপদ
অরুণাভ রাহারায়: চলে গেলেন সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তাঁর ‘পাণ্ডব গোয়েন্দা’ বোধ হয় সব বাঙালি পাঠকের কিশোরবেলার সঙ্গে জড়িয়ে আছে। অনেক দিন থেকেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। শুক্রবার বেলা ১১.২০ মিনিটে মৃত্যু হয় তাঁর। সাহিত্যেকের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকপ্রকাশ করেন অগণিত পাঠক। মৃত্যুর সময় ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বয়স হয়েছিল ৮২ বছর।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি বলেন, ‘খুবই দুঃখের সংবাদ। সাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায়ের আত্মীয় ছিলেন ষষ্ঠীপদ। আমার সঙ্গে অনেক দিনের পরিচয়। মাটির মানুষ ছিলেন। তাঁর সৃষ্ট পাণ্ডব গোয়েন্দা বিখ্যাত। বেড়াতে খুব ভালোবাসতেন। আমাকে গল্প করেছিলেন, একা একা সারা ভারত ঘুরেছেন। ষষ্ঠীপদর চলে যাওয়াটা খুবই দুঃখের।’
সাহিত্যিক আবুল বাশারের কথায়, ‘ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার হৃদ্যতার সম্পর্ক ছিল। তিনি ছোটদের লেখাকে খুবই জনপ্রিয় করে তুলেছিলেন। লেখার নিজস্ব স্টাইল ছিল। গল্পকে চমৎকারভাবে জমিয়ে দিতে পারতেন। তাঁর প্রয়াণের খবর পেয়ে আমার খুব খারাপ লাগছে। আমি যখন দেশ পত্রিকায় চাকরি করতাম, তখন তিনি ঘন ঘন আসতেন। দেখা হত, কথা হত। লেখাকে ভীষণ সহজ করে গল্প ফাঁদতে পারতেন– এটাই তাঁর সবচেয়ে বড় সার্থকতা। ভ্রমণ করতে ভালোবাসতেন আর ভ্রমণের অভিজ্ঞতাগুলোকে তিনি সাহিত্যে কাজে লাগিয়ে দিতেন। তাঁর প্রয়াণে শূন্যতা তৈরি হল।’
কবি বিভাস রায়চৌধুরী জানিয়েছেন, ‘কলেজস্ট্রিট বইপাড়ায় লেখকদের যে আধুনিক যুগ শুরু হয়, তার আগের পর্যায়ে যে ধরনের লেখকেরা ছিলেন, যারা সাধারণ পাঠকের জন্য ভূতের গল্প, হাসির গল্প, গোয়েন্দা গল্প লিখেছেন, যেখানে লেখার প্রসাদগুণের থেকেও বড় কথা অনেক পাঠককে ছুঁয়ে ফেলা, সুন্দর বিনোদন দেওয়া– সেই ধারার শেষ লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তাঁর পাণ্ডব গোয়েন্দা ছোটবেলায় পড়েননি এমন কেউই নেই। আমরা ভুলতে পারব না পাণ্ডব গোয়েন্দা আমাদের শৈশব-কৈশোরকে কেমনভাবে আচ্ছন্ন করেছিল। তাঁর সঙ্গে মিশে মনে হয়েছে তিনি নিজেকে সাহিত্যিক বলে মনে করতেন না। সরল হাসি দিয়ে কথা উড়িয়ে দিতেন। নির্ভেজাল, অহংকারহীন মানুষ ছিলেন এবং বইমেলায়, কলেজস্ট্রিটে সাধারণভাবে ঘুরে বেড়িয়েছেন। মানুষ হিসেবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের তুলনা নেই।’
For all the latest entertainment News Click Here