‘রোনাল্ডো আমার সঙ্গে সহবাস করেছে,’ চাঞ্চল্যকর অভিযোগ ভেনেজুয়েলার মডেলের
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বিতর্ক সমার্থক শব্দ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দিয়েছেন তিনি। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো আল নাসেরের হয়ে সপ্তম ম্যাচটি খেলে ফেলেছেন। দুটি ম্যাচ খেলার পরে হারানো ফর্ম ফিরে পান তিনি। ইতিমধ্যেই সৌদি আরবের মাটিতে তিনি ৮টি গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন। এবার মাঠে বাইরে একটি বিতর্কে জড়ালেন সিআর সেভেন।
কিছুদিন আগেই ড্যানিয়েলা স্যাভেজ নামে এক চিলির মডেল দাবি করেন, রোনাল্ডোর সঙ্গে তিনি যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। দুজনেই এই সম্পর্কটা উপভোগ করেছেন। বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিবাহিত নন। তিনি জর্জিনা রড্রিগেজের সঙ্গে থাকেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভেনেজুয়েলার মডেল এবং ব্লগার জর্জিলেয়া সহবাসের অভিযোগ করলেন রোনাল্ডোর বিরুদ্ধে।
তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি প্রথম ম্যাসেজ পাই রোনাল্ডোর থেকে। প্রথমে ভেবেছিলাম শুধু মাত্র কথা বলার জন্য ম্যাসেজ করেছে সে। কিন্তু আমাদের কথা অন্যদিকে গড়িয়ে যায়। আমরা একে অপরকে ছবি পাঠাতে থাকি। তবে সম্পর্কটা এই জায়গায় চলে যাবে ভাবতে পারিনি। এরপর আমরা দেখা করি এবং দুই জনের মতেই শারীরিক সম্পর্কে লিপ্ত হই।’
কিছুদিন আগেই চিলির মডেল ড্যানিয়েলা স্যাভেজ দাবি করেন, ‘২০১৫ সালে আমি আর রোনাল্ডো শারীরিক সম্পর্কে জড়িয়ে ছিলাম। সেই সময় জর্জিনার সঙ্গে কোনও সম্পর্ক ছিল না রোনাল্ডোর।’ চিলিরর ওই মডেল টুইট করে বলেন, ‘আমার আর রোনাল্ডোর শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ভিডিও আমার কাছে আছে। কিন্তু সেটা আমি প্রকাশ্যে আনব না কারণ এটা আমাদের ব্যক্তিগত বিষয়।’ পরপর দুই মহিলা এমন মন্তব্য করায় স্বাভাবিক ভাবেই চাপে পড়ে গিয়েছে সিআর সেভেন।
ড্যানিয়েলা শুধু রোনাল্ডোকে নিয়ে নয়, আর্জেন্তিনার কিংবদন্তি লিও মেসির সম্পর্কেও বিস্ফোরক দাবি করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছে, মেসি নিজের স্ত্রী আন্তোনেলা ছাড়াও অনেক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। যদিও তিনি সরাসরি মেসির নাম নেননি। তিনি বলেন, ‘আর্জেন্তিনার দশ নম্বর জার্সির ফুটবলারদের মধ্যে কেউ একজন অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রাখে। তাঁর প্রমাণ ড্যানিয়েলার কাছে আছে।’ এটিও তিনি প্রকাশ্যে আনতে চান না। কারণ এটি ওই ফুটবলারের ব্যক্তিগত বিষয়।
মেসি বা রোনাল্ডো কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তাঁরা দুজনেই বর্তমানে তাদের কেরিয়ার নিয়ে ব্যস্ত। ফেব্রুয়ারি মাসে সৌদি লিগে সেরা প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন রোনাল্ডো। অন্যদিকে মেসি ফিফার মঞ্চে বছরের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন।
For all the latest Sports News Click Here