রোনাল্ডোর গোল ভেবেই সেলিব্রেশন করেছিলাম, জয়টাই তো আসল- দাবি ব্রুনো ফার্নান্ডেজের
সোমবার উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে গোল নিয়ে বিতর্কে জড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের ৫৪ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্ডেজের ক্রসে মাথা ছুঁইয়ে রোনাল্ডো গোল করেছেন বলে সকলে ভেবে নিয়েছিলেন। রোনাল্ডো নিজেও গোলের সেলিব্রেশন শুরু করে দেন। এমন কী প্রথমে রোনাল্ডোর নামে গোল দিয়েও দেওয়া হয়। পরে বদল করে ব্রুনোর নামে গোল দেয় ফিফা।
এর পরে অবশ্য ব্রুনো আরও একটি গোল করেন। তাঁর জোড়া গোলের সৌজন্যেই লুইস সুয়ারেজের উরুগুয়েকে ২-০ হারিয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করে ফেলে পর্তুগাল।
আরও পড়ুন: গোল না করেও গোলের দাবি- সোশ্যাল মিডিয়া ধুইয়ে দিল রোনাল্ডোকে
তবে পর্তুগালের প্রথম গোলটি নিয়ে রীতিমতো চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। গোলটি পরে ব্রুনোকে দেওয়া হলেও, রোনাল্ডোর দাবি, তাঁর মাথাতেই লেগে বলটি উরুগুয়ের জালে জড়িয়েছে। ফলে গোলটি তাঁর নামেই হওয়ার কথা। তবে সিআরসেভেনের এ হেন দাবি নিয়ে চলছে তীব্র কটাক্ষ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ধুইয়ে দিচ্ছেন। চলছে সমালোচনাও।
আরও পড়ুন: 1982 FIFA World Cup-এর পর থেকে একই গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচগুলি একসঙ্গে হয়, আসল কারণটা জানেন?
ব্রুনো অবশ্য কে গোল করেছেন, কে করেননি, এই সব নিয়ে বেশি ভাবিতই নন। ম্যাচের জোড়া গোলদাতা বরং খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসে বলে দেন, তিনি রোনাল্ডোর গোল ভেবেই সেলিব্রেশন করেছিলেন। আর তাঁর কাছে দলের জয়টাই গুরুত্বপূর্ণ। ব্রুনোর দাবি, ‘আমি এটা ক্রিশ্চিয়ানোর গোল ভেবেই সেলিব্রেশন করেছি। আমার মনে হল, ওর মাথা বল স্পর্শ করেছে। আমার উদ্দেশ্য ছিল, ওর জন্য একটি ক্রস তৈরি করা। যাই হোক, জয়ের জন্য আমরা খুশি। কে গোল করল, তাতে কিছু যায় আসে না।’
প্রথম গোলটি হওয়ার পরে সবার মতো ব্রুনোরও মনে হয়েছিল রোনাল্ডোই গোলটা করেছেন। বিখ্যাত সাত নম্বর জার্সিধারী গোল করেছেন মনে করে উদযাপনও করেন ব্রুনো। পরে তিনি শোনেন স্টেডিয়ামের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে গোলটি দেওয়া হয়েছে তাঁকেই। সত্যি কথা বলতে, সোমবার রোনাল্ডোর মঞ্চে নায়ক ব্রুনো ফার্নান্ডেজই।
For all the latest Sports News Click Here