রোনাল্ডোকে প্রথম একাদশে না রেখে ভুল করিনি, দাবি স্যান্টোসের
বিশ্বকাপ ফুটবলের ফের অঘটন। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। মরক্কো ম্যাচেও প্রথম একাদশে জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনান্ডের। ম্যাচের শেষে পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোস রোনান্ডোকে বেঞ্চে রাখার সিদ্ধান্তের পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি রোনান্ডোকে বসিয়ে রাখার জন্য কোনও আফসোস করছি না। দলের জন্য আবেগ দিয়ে ভাবলে চলে না।’
আরও পড়ুন… কেন অভিজ্ঞ ইশান্ত শর্মা-নীতিশ রানা থাকা সত্ত্বেও তরুণ যশ ধুলকে নেতা করল দিল্লি?
বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার রোনাল্ডাে। পর্তুগালের হয়ে ১৯৫টি ম্যাচে ১১৮টি গোল করেছেন। শুধু তাই নয়, পর্তুগালের সর্বকালের বেশি গোলের রেকর্ড ঝুলিতে রয়েছে তাঁর। তবে মরক্কো ম্যাচের মত সুইৎজারল্যান্ড ম্যাচেও বাইরে ছিলেন রোনান্ডো। তবে ১৬ দলের বাছাই ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পায় পর্তুগাল। সেই ম্যাচে ৬-১ গোলে জয়ী হন তারা। ২১ বছর বয়সী গনসালো রামোস তিনটি গোল করেন। তবে মরক্কো ম্যাচে জয়লাভ করতে পারেনি পর্তুগাল।
আরও পড়ুন… প্যারিসের রাস্তায় ফ্রান্স ও মরক্কোর ফুটবল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেফতার ৭৪
পর্তুগালের ম্যানেজার প্রথম একাদশে রোনান্ডোকে না খেলানোর বিষয়ে বলেন, ‘না খেলানোর বিষয়ে আমি কোনও আফসোস করি না। দল তৈরির ক্ষেত্রে আমাকে হৃদয়ের থেকে মাথায় গুরুত্ব বেশি দিতে হবে। আবেগ ধরে রাখলে হবে না। সবদিক বিবেচনা করে দল নামাতে হয়।’
তিনি আরও বলেন, ‘আমি এমন একটি দলের ম্যানেজার। যে দল আগের ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে দারুণ জয়লাভ করেছিল। তাই পরিবর্তন করার কোনও দরকার ছিল বলে মনে করিনি। এমন নয় যে রোনান্ডো ভালো খেলোয়াড় নয়, কিন্তু সেটার সঙ্গে প্রথম একাদশের কোন সম্পর্ক নেই।’
প্রথমার্ধে ইউসেফ এন-নাসেইরির করা গোলে এগিয়ে যায় মরক্কো। সময় বাড়লেও সমতা ফেরাতে পারেনি পর্তুগাল। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে মরক্কো। পর্তুগালের হারের এই দায় নিয়ে ফের্নান্দো পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি। দেশে ফিরে পর্তুগাল বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন।
For all the latest Sports News Click Here