রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি, ইউরোপের ক্লাব ফুটবলে নয়া নজির কিংবদন্তির
শুভব্রত মুখার্জি: শনিবাসরীয় রাতে নিজের ফুটবল কেরিয়ারে আরও একটি নজির গড়ে ফেললেন কিংবদন্তি আর্জেন্তাইন ফুটবলার লিওনেল মেসি। ইউরোপীয় ক্লাব ফুটবলে নিজের কেরিয়ারের ৭০২ নম্বর গোলটি করে এদিন নজির গড়লেন মেসি। শনিবার নিঁসের বিরুদ্ধে ম্যাচে গোল করে ইউরোপীয় ক্লাব কেরিয়ারে সর্বাধিক গোল করার নজিরটি নিজের দখলে নিলেন মেসি। এতদিন এই নজির ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এবার রোনাল্ডোকে (৭০১) পিছনে ফেললেন তিনি।
এর পাশাপাশি তিনি ইউরোপীয় ক্লাব ফুটবলে ২৯৮টি অ্যাসিস্টও দিয়েছেন। অর্থাৎ মোট ১০০০টি গোলে ইউরোপীয় ক্লাব ফুটবলে অবদান থাকল তাঁর। গত এক সপ্তাড়ের মধ্যেই যেন মেসির ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ বদলে গেল। সপ্তাহ খানেক আগেই পিএসজি, লিঁওর কাছে ১-০ গোলে হেরেছিল। ওই ম্যাচেই দর্শকদের কটুক্তির শিকার হতে হয় মেসিকে। আর সেই চিত্রটাই যেন বদলে গেল নিঁসের বিরুদ্ধে ম্যাচে। এই ম্যাচে ২-০ গোলে জিতেছে তাঁরা। লিঁয়র বিরুদ্ধে হারের পরেই দর্শকদের কটুক্তির শিকার হওয়া মেসিকে নিয়ে বেড়েছিল জল্পনা। তারপরেই আশঙ্কা তৈরি হয় চুক্তি নবীকরণ না করেই পিএসজি ছাড়ার বিষয়ে মনস্থির করে নিয়েছেন মেসি!
এদিন ম্যাচের ২৬তম মিনিটে গোল করেন মেসি। লেফট ব্যাক নুনো মেন্ডেসের ক্রস থেকে গোলটি করেন তিনি। ৭৬ মিনিটে এবার গোলের অ্যাসিস্ট দেন মেসি। তাঁর ক্রস থেকেই গোল করে যান অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস। এই ম্যাচের আগে সবমিলিয়ে নিঁস ১৪টি ম্যাচে অপরাজিত ছিল। প্রথমার্ধে সমতা ফেরানোর দারুণ সুযোগও পায় তাঁরা। তবে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইগি দোন্নারুমার অনবদ্য সেভে তাঁরা গোল করতে পারেনি। এই জয়ের ফলে ঘরোয়া লিগে অর্থাৎ লিগা ওয়ানে দ্বিতীয় স্থানে থিকা লঁন্সের থেকে ছয় পয়েন্টে এগিয়ে থাকল মেসিরা।
For all the latest Sports News Click Here