রোজা রাখছেন রশিদরা, ম্যাচের পর ভোররাতে সেহরিতে যোগ হার্দিকের, ভাইরাল ছবি
প্রায় মধ্যরাত পর্যন্ত ম্যাচ চলেছে। তারপর রশিদ খানরা আদৌও ঘুমিয়েছিলেন কিনা, কে জানে। তারইমধ্যে পবিত্র রমজান মাসে রোজার আগে ভোররাতে সেহরি পালন করেন রশিদরা। সেহরিতে যোগ দেন গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। তাঁদের সেই স্পেশাল মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। গুজরাটের খেলোয়াড়দের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে, তাতে মজেছেন নেটিজেনরা।
দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর বুধবার ইনস্টাগ্রামে সেহরির ছবি পোস্ট করে গুজরাট তথা আফগানিস্তানের তারকা স্পিনার লেখেন, ‘ক্যাপ্টেনের সঙ্গে সেহরি। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’ তাঁদের সঙ্গে ছিলেন আফগানিস্তান তথা গুজরাটের খেলোয়াড় নুর আহমেদ। ওই ছবির নীচে হার্দিকও উত্তর দেন। ‘লাভ’ ইমোজি দেন গুজরাটের অধিনায়ক।
রশিদ ও হার্দিকের সেই সম্পর্কে মজেছেন নেটিজেনরা। তেমনই এক নেটিজেন বলেন, ‘এটাই ভারতের প্রকৃত সৌন্দর্য। (রশিদদের সঙ্গে) হার্দিকও সেহরি খাচ্ছেন দেখে কী ভালো লাগছে। একদিকে কেউ কেউ যখন ঘৃণা-হিংসা ছড়াচ্ছেন, তখন কেউ কেউ ভালো মনের পরিচয় দিচ্ছেন। গর্বের সঙ্গে বলুন যে আমরা সবাই ভারতীয়।’ অপর একজন বলেন, ‘এটা দেখে অত্যন্ত ভালো লাগছে যে হার্দিকও সেহরি খাচ্ছেন।’
আরও পড়ুন: DC vs GT: ‘ঋদ্ধিদের মতো তারকারা আউট’, তরুণ সুদর্শনের ভূয়সী প্রশংসা প্রাক্তন ভারতীয় তারকার
একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘কী ভালো অধিনায়ক হার্দিক! এত ভোরে উঠে সেহরিতে যোগ দিয়েছেন।’ সঞ্চালক ঋদ্ধিমা পাঠক বলেন, ‘এরকম দুর্দান্ত কাহিনি সামনে নিয়ে আসতে থাকে আইপিএল। গত রাতে দিল্লিতে ঋষভ পন্তকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি (দিল্লি ক্যাপিটালস) এবং সমর্থকরা। তারপর এটা! সেহরির জন্য রশিদ খানের সঙ্গে যোগ দেন হার্দিক পান্ডিয়া।’
আরও পড়ুন: শুরুতে বল সুইং করছিল, কিন্তু চাপ নিইনি- ম্যাচ জিতিয়ে দাবি তরুণ সুদর্শনের
তবে কেউ-কেউ আবার গুজরাটের অধিনায়ক হার্দিককে কটাক্ষ করতেও ছাড়েননি। এক নেটিজেন বলেন, ‘হার্দিকও কি রোজা রাখবেন নাকি?’ তাতে পালটা কয়েকজন বলেন, ‘এই ছবি দেখে অনেকে জ্বলে-পুড়ে যাচ্ছেন।’
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here