‘রোগা বিনোদিনী’ রুক্মিণীকে ব্যঙ্গ শ্রীলেখার, ‘সাধারণ জ্ঞান’ বাড়াতে কী বললেন?
আসছে রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি বিনোদিনী: একটি নটীর উপাখ্যান। সোমবার, ১৩ জানুয়ারি সকালবেলাতেই প্রকাশ্যে এল এই ছবির প্রথম পোস্টার। তথা বিনোদিনী রুক্মিণীর প্রথম লুক। শাড়ি, খোঁপায় পুরোদস্তুর বিনোদিনী হয়েই সবার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। দর্শকদের মন জয় করলেও কটাক্ষও উড়ে এল। শ্রীলেখা মিত্র এদিন নাম না করে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
বিনোদিনী হিসেবে রুক্মিণীর প্রথম লুক প্রকাশ্যে আসার পর শ্রীলেখা মিত্র তাঁর ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন। সেখানে কারও নাম না থাকলেও কারও বুঝতে অসুবিধা হয় না যে সেটা নতুন বিনোদিনীকে নিয়েই করা।
শ্রীলেখা তাঁর পোস্টে লেখেন, ‘রোগা ছিলেন কি বিনোদিনী? ক্যাজুয়াল প্রশ্ন। সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য।’ এই পোস্টে তিনি আরও লেখেন, ‘এমনিতেই শত্রুর অভাব নেই তাই ব্যক্তিগত ভাবে নেবেন না।’
তাঁর এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘একে রামে রক্ষা নেই, তায় আবার কমল!’ আরেক ব্যক্তি আসল বিনোদিনী দাসীর ছবিও পোস্ট করেন।
তবে শ্রীলেখা মিত্র এই পোস্টে যতই ব্যঙ্গ করুন বা প্রশ্ন ছুঁড়ে দিন না কেন বিনোদিনীর লুক নিয়ে, দর্শকদের একটা বড় অংশ কিন্তু রুক্মিণীর এই লুকে মজেছেন। এখানে ১৪৮ বছর আগের সেই বিনোদিনীর রূপকে তুলে ধরতে চাওয়া হয়েছে নিখুঁত ভাবে।
বিনোদিনীর যে পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে রুক্মিণীকে একটু লাল চওড়া পাড় নীল শাড়িতে দেখা যায়। সঙ্গে সোনালী গয়না। টেরি কাটা সিঁথি। এবং মাথায় ঘোমটা দেওয়া। টেবিলে হাত রেখে চেয়ারে বসে আছেন অভিনেত্রী। তাঁর এই রূপ দেখলে একটু হলেও থমকাবেন আপনি। তাক লাগানো এই লুক প্রকাশ্যে আসার পর দর্শকদের যে ছবিটি নিয়ে আগ্রহ আরও বাড়ল সেটা বলাই যায়। এখন সময় বলবে যে পর্দায় তিনি এই চরিত্র কতটা ফুটিয়ে তুলতে পারেন। আজ থেকে এই ছবির শ্যুটিং শুরু হল।
For all the latest entertainment News Click Here