রেফারিকে আক্রমণের চেষ্টা, দুই বছরের জন্য নিষিদ্ধ ইরাকি ফুটবলার! শাস্তি পেল ক্লাব
শুভব্রত মুখার্জি: ফুটবল মাঠে বিভিন্ন সময়ে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। সেই বিষয়টা নতুন কিছু নয়। রেফারির, সহকারী রেফারি দর্শকদের সঙ্গে ঝামেলাতে জড়িয়ে পড়ার ঘটনা নতুন কিছু নয়। তবে সম্প্রতি ইরানে যে ঘটনা ঘটে গেল তাতে বেশ বাড়াবাড়ি করে ফেললেন এক ইরাকি ফুটবলার। রেফারির সিদ্ধান্তে সম্মত না হয়ে তাঁকেই মারতে উদ্যত হন ইরাকি ফুটবলার ইব্রাহিম বায়েশ। আর এই অনভিপ্রেত ঘটনা ঘটানোর কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে হল ইরাকি মিডফিল্ডার ইব্রাহিম বায়েশকে।
আরও পড়ুন… ম্যাচ ফিনিশ করার বিষয়ে ধোনি-কার্তিককে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন তেওয়াটিয়া
ফুটবল মাঠে কেউ কি আর কার্ড দেখতে চান! তার উপর যদি তা হয় লাল কার্ড! লাল কার্ড দেখে ফুটবলারদের মেজাজ হারানোর ঘটনা ফুটবল মাঠে নতুন নয়। তবে এই কারণে রেফারিকে আক্রমণের চেষ্টা করা হয় , তাও আবার রীতিমতো মারধর করার চেষ্টা কিছুটা হলেও নজিরবিহীন তো অবশ্যই। আর সেই অপরাধের কারণে কঠোর শাস্তি পেলেন ইরাকের আল-কুয়া আল-জাইয়ার মিডফিল্ডার ইব্রাহিম বায়েশ। আর সেই কারণেই ইরাকি ফুটবল ফেডারেশনের দ্বারা আরোপিত দু বছরের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ইরাকি মিডফিল্ডার।
আরও পড়ুন… সতীর্থকে ঘুষি সাদিও মানের, বায়ার্ন মিউনিখের নিষেধাজ্ঞার কবলে ফরোয়ার্ড
ইরাকি প্রিমিয়র লিগে গত বুধবার আল-কুয়া আল-জাইয়া এবং আল-কাহরাবার মধ্যে ম্যাচে ঘটনাটি ঘটেছে। ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বায়েশ। আর এর ফলেই রেগে গিয়ে রেফারির ওপর চড়াও হন তিনি। রেফারিকে আক্রমণ করার চেষ্টার পাশাপাশি তাকে হুমকিও দেন। রেফারিকে অপমানও করেন তিনি। রেফারিকে ধাক্কা দেন। রেফারিং কর্মীদের উদ্দেশ্য করে অশ্লীল শব্দের ব্যবহার করেন বায়েশ। আর তার ফলেই দু বছরের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ইরাকি ক্লাব আল-কুয়া আল-জাইয়ার বোর্ডের সদস্য হাম্মাদি আহমেদও। ম্যাচে ৩-২ গোলে হেরে যায় আল-কুয়া আল-জাওইয়া। ম্যাচ ঘিরে ছিল উত্তেজনার পরিবেশ। ম্যাচ শেষে দাঙ্গা বেঁধে যায় দুই দলের সমর্থকদের মধ্যেও। শাস্তি পেয়েছে আল-কুয়া আল-জাইয়া ক্লাবও । তাদের পরবর্তী তিনটি হোম ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। এ ছাড়াও তাদের জরিমানা হয়েছে ১ কোটি ইরাকি দিনার। দাঙ্গার কারণে ক্ষতিগ্রস্ত স্টেডিয়াম মেরামতির পয়সাও দিতে হবে ক্লাবকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here