রেকর্ড জয়ের নেপথ্যে শিশির ফ্যাক্টর, স্বীকার করে নিলেন অজি ক্যাপ্টেন ফিঞ্চ
২০০+ রান করেও জিততে পারল না টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এমনটা দ্বিতীয়বার ঘটেছে। এমন ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। সমালোচকরা এই হারের জন্য বোলার এবং ফিল্ডারদের দিকেই আঙুল তুলছেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও সেই পথেই হেঁটেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমার মনে হয় আমরা একেবারেই ভালো বল করতে পারিনি। ফিল্ডিংয়েও আমরা সুযোগ হাতছাড়া করেছি। ২০০ রান কিন্তু কম নয়। এছাড়া আর বিশেষ কিছু বলার থাকে না।’
তবে রোহিতের কথাকে সমর্থন করেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ম্যাচ জিতলেও মেনে নিচ্ছেন দ্বিতীয় ইনিংসে শিশির পড়ায় তাঁদের রান তাড়া করতে সুবিধাই হয়েছে। ফিঞ্চ জানিয়েছেন এদিনের ম্যাচ জয়ের অন্যতম কারণ। ম্যাচ জিতে অ্যারন ফিঞ্চ বলেন, ‘ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নিঃসন্দেহে বলতেই হবে যে ইনিংসের শেষের দিকে শিশির পড়ায় আমাদের সুবিধাই হয়েছে। আমাদের দলের ব্যাটাররা বড় বড় পার্টনারশিপ গঠন করতেও সমর্থ্য হয়েছে।’ অর্থাৎ ম্যাচ জয়ের জন্য মোহালির শিশিরকেই হাতিয়ার করেছে টিম অস্ট্রেলিয়া।
আরও পড়ুন… T20I তে এক বছরে দু’বার ২০০+ রান করেও ম্যাচ হারার লজ্জার নজির গড়ল টিম ইন্ডিয়া
অন্যদিকে অজি অধিনায়ক নিজের দলের ব্যাটারদের প্রশংসা করে বলেছেন, ‘আমার মনে হয় আমাদের ব্যাটাররা যে মানসিকতা নিয়ে ওদের ম্যাচআপ গুলির বিরুদ্ধে ব্যাট করেছে, এবং ম্যাচের রাশ আমাদের তরফে টেনে এনেছে, তা বাহবা পাওয়ারই যোগ্য। এই সময়ে এটাই আমাদের একমাত্র লক্ষ্য।’
রোহিতও নিজের দলের ব্যাটিং ইউনিটের প্রশংসা করেছেন। এছাড়াও ম্যাচ ঘুরিয়ে, ‘আমরা ব্যাটিংটা বেশ ভালোই করেছি। এই ম্যাচে আমরা কী ভুল করেছি সেটা বুঝে নিয়ে পরবর্তী ম্যাচগুলিতে তা শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। আমরা টিম ডেভিড এবং ওয়েডের মধ্যের পার্টনারশিপ ভাঙতে পারিনি। ওরা মনে হয় ৩২ বলে ৬০ রান মতো যোগ করেছে। এই পার্টনারশিপই আমার মনে হয় ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।’
আরও পড়ুন… PAK vs ENG 1st T20: একা লড়ে ম্যাচ জেতানো যায় না, বুঝে গেলেন রিজওয়ান, ভারতের হারের দিনেই বিধ্বস্ত হল পাকিস্তান
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন এবং ম্যাথু ওয়েডের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে চার বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় দল কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়ার অর্ধশতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২০৮ রান তোলে। জবাবে ১৯.২ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
For all the latest Sports News Click Here