রূপালি-শেহনাজের নাচের জাদুতে মুগ্ধ নেটপাড়া, শাড়ি পরে মঞ্চ মাতালেন ২ বলি তারকা
এবারের বিয়ের মরশুমেই গাঁটছড়া বাঁধলেন কৌশল যোশী এবং হিনা ল্যাড। আর তাঁদের বিয়েতে বলিউডের ছোটপর্দার কারা উপস্থিত ছিলেন না! রূপালি গঙ্গোপাধ্যায়, শেহনাজ গিল থেকে শুরু করে ভারতী সিং, হিনা খান, সহ আরও অনেককেই দেখা যায় তাঁদের বিয়ের অনুষ্ঠানে। আর সেই অনুষ্ঠানে গিয়েই রূপালি এবং শেহনাজ নেচে মঞ্চে রীতিমত আগুন ধরালেন। কৌশল যোশী হচ্ছে শেহনাজের ম্যানেজার।
একটি ভিডিয়োতে দেখা যায় হিন্দি সিরিয়ালের দুই ভীষণ পরিচিত মুখ রূপালি এবং শেহনাজ একে অন্যকে এই অনুষ্ঠানে দেখে জড়িয়ে ধরেন। উষ্ণ অভ্যর্থনাও জানান। কৌশল এবং হিনার বিয়েতে তাঁরা দুজনেই শাড়ি পরেছিলেন। শেহনাজের পরনে ছিল একটি হালকা ফ্লোরাল প্রিন্টের শাড়ি, অন্যদিকে রূপালির পরনে ছিল লেহেঙ্গা। তিনি একটি কমলা রঙের ব্লাউজ দিয়ে লাল সাদা রঙের একটি লেহেঙ্গা পরেছিলেন। দুই অভিনেত্রীকেই গলায় চোকার পরে থাকতে দেখা যায়। তাঁরা দুজনেই খোঁপা করে ছিলেন এদিন।
দুই অভিনেত্রীকেই এদিন ডিজের সামনে অন্যান্য আমন্ত্রিতদের সঙ্গে নাচ করতে দেখা যায়। সমস্ত কিছু ভুলে তাঁরা দুজনেই গানের তালে দুলে ওঠেন। একসঙ্গে দুই পছন্দের অভিনেত্রীকে কোমর দোলাতে দেখে মুগ্ধ হয়ে যান ভক্তরা। এদিন তাঁরা একদমই অন্য রূপে ধরা দিলেন সকলের সামনে। এক ব্যক্তি এই ভিডিয়োতে কমেন্ট করে লেখেন, ‘আমার দুই পছন্দের অভিনেত্রী।’ আরেকজন লেখেন, ‘সুন্দরী।’ এই ভিডিয়োতে যে কমেন্টগুলো এসেছিল তার অধিকাংশই শেহনাজের ভক্তরাই করেছিলেন। তাঁরা তাঁদের পছন্দের অভিনেত্রীকে এভাবে দেখে ভীষণই খুশি হয়েছেন। তাঁকে এদিন ফ্লোরাল প্রিন্টের শাড়িতে মোহময়ী লাগছিল যে তাঁর ভক্তরা সেটা জানাতে ভোলেন না। এক ব্যক্তি তাঁর উদ্দেশে লেখেন, ‘আপনি মন থেকে, বাইরে থেকে, দুইভাবেই সুন্দর।’
২০১৭ সালে একটি পাঞ্জাবি ছবিতে দেখা গিয়েছিল শেহনাজ গিলকে। ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’ ছবিটির মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন ২০১৭ সালে। এরপর তাঁকে ২০১৯ সালে বিগ বস ১৩তে দেখা যায়। সেখানে এসেও তিনি সকলের মন জয় করে নেন। তাঁর এবং সিদ্ধার্থ শুক্লার সম্পর্ক সকলের চর্চার বিষয় হয়ে ওঠে। গত বছর তাঁকে দিলজিৎ দোসাঁঝের সঙ্গে ‘হোঁসলা রাখ’ ছবিতে দেখা গিয়েছিল। এই পাঞ্জাবি ছবিটিতে তাঁদের সঙ্গে সোনম বাজওয়াকে দেখা গিয়েছিল।
আগামী বছর তিনি সলমন খানের সঙ্গে বলিউডের বড়পর্দায় পা রাখতে চলেছেন। ‘কিসি কা ভাই কিসি কী জান’ ছবিতে তাঁকে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here