রূপান্তরকামী অন্বেষা না শুভদীপ নাকি অনুরাধা বা শ্রেয়া! কে জিতবে সুপার সিঙ্গার ৪?
দেখতে দেখতে এসে গেল সুপার সিঙ্গার সিজন ৪-এর গ্র্যান্ড ফিনালে। সুপার সিক্সের প্রতিযোগীদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে এই সিজনের বিজয়ী। বিশেষ অতিথি হিসেবে থাকছেন উদিত নারায়ণ। শনিবারের এপিসোডে আসেন হরগৌরী পাইস হোটেলের শঙ্কর ও ঐশানি। রবিবার আসার কথা রয়েছে অনুরাগের ছোঁয়া থেকে দীপা ও সূর্যর। ফাইনালের প্রথম পার্টটি দেখানো হয়ে গিয়েছে শনিবার রাতে। তবে বিজয়ী কে হয় তা জানা যাবে ২১ মে রবিবার রাতে। রাত সাড়ে ৯টা থেকে এটি সম্প্রচার হওয়ার কথা রয়েছে।
টপ ৬-এ ছিলেন শুভদীপ, শ্রেয়া, বিশ্বরূপ, অনুরাধা, অনিন্দিতা, অন্বেষা। ‘ইবাদত’ গেয়ে নিজের জার্নি শুরু করা কলকাতার বেহালার শুভদীপ। তিনি শনিবার ফাইনালে গেয়ে শোনান ‘তুম সে মেরি লগন লাগি’ গানটি। যা মুগ্ধ করে তিন বিচারককেই। টালিগঞ্জের শ্রেয়া গেয়ে শোনান ‘ম্যায় দিবানি হো গ্যয়ি’। আর গলায় শোনা যায় জনাই হুগলীর ‘বচনা এ হসিনো’।
জীবনে অনেক সংঘর্ষ করে আজকের জায়গায় পৌঁছেছেন অনুরাধা। সারেগামাপা-র কীর্তনের রানী এদিন গাইলেন ‘কেশরিয়া বালম আও নি’। অনুরাধার গান শুনে মঞ্চে ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরেন মোনালি। কাঁথি, পূর্ব মেদিনীপুরের অনিন্দিতা গাইলেন ‘ডার্লিং আঁখো সে আঁখে চার করনে দো’। দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দেয় এই গান শুনে।
রূপান্তরকামী অন্বেষা ভেঙেছেন বহু ছক এর আগে। এদিন গাইলেন ‘আজ জীবন খুঁজে পাবি’। সোনারপুরে জন্ম হওয়া এক সাধারণ বালক সুমনের অন্বেষা হয়ে ওঠার গল্প এর আগেও দর্শক মনকে ছুঁয়ে গিয়েছে। এদিনের গানও আপ্লুত করল বিচারকদের। শনিবার সবচেয়ে বেশি নম্বর পান অনুরাধা, শুভদীপ, শ্রেয়া।
আরও পড়ুন: মুসলিমকে বিয়ে করায় হিন্দু ব্রাহ্মণ দেবলীনাকে ‘লাভ জিহাদ’-এর খোঁটা, এল কড়া জবাব
সিঙ্গার সিজন ৪-এর গ্র্যান্ড ফিনালের সবচেয়ে বড় আকর্ষণ নিসন্দেহে উদিত নারায়নের একের পর এক গান। ‘মিতবা’, ‘পাপা কহেতে হ্যায়’, ‘পহেলা নাশা’, ‘জাদু তেরি নজর’-এর মতো একাধিক গান পারফর্ম করেন তিনি। শান-এর সঙ্গে জুটি বেঁধেও শনিবার গান গাইতে দেখা গেল উদিত নারায়নকে। গাইলেন সলমন খানের পার্টনার সিনেমার টাইটেল ট্র্যাকটি। সঙ্গে ৬ প্রতিযোগীর সঙ্গে যৌথভাবে ‘দিল তো পাগল হ্যায়’, ‘কহোনা প্যায়ার হ্যায়’ গান উদিত নারায়ন।
এবারের সিজনে বিচারকের আসনে ছিলেন মোনালি, শান আর রূপম। আর সঞ্চালকের আসনে দেখা গিয়েছে যিশু সেনগুপ্তকে। তবে টিআরপি-র তালিকায় শুরু থেকেই পিছিয়ে ছিল এই রিয়েলিটি শো। অন্যান্য রিয়েলিটি শো-র সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তা না পেলেও, প্রতিযোীদের গান বারবারই মুগ্ধ করেছে দর্শকদের। এখন দেখার ট্রফি কার হাতে ওঠে?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here