‘রুহ বাবা ইজ ব্যাক’! মঞ্জুলিকাকে নিয়ে ফিরছেন কার্তিক আরিয়ান, আসছে ‘ভুলভুলাইয়া ৩’
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘শেহজাদা’, অগত্যা ‘রুহ বাবা’ই পারবে কার্তিকে বাঁচাতে! বুধবার অনুরাগীদের বড় সুখবর দিলেন কার্তিক আরিয়ান। ২০২২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট ছবি ‘ভুলভুলাইয়া ২’-এর পরবর্তী ভাগ নিয়ে হাজির হচ্ছেন কার্তিক ও অনিজ বাজমি জুটি। ইঙ্গিত মিলেছিল আগেই তবে ‘ভুল ভুলাইয়া’-র তিন নম্বর ভাগ যে এত্ত জলদি ঘোষণা করবেন অভিনেতা, তা স্বপ্নেও ভাবেনি ভক্তরা।
২০০৭ সালে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, বিদ্য়া বালানের ‘ভুলভুলাইয়া’। দক্ষিণী ছবির রিমেক বানিয়েছিলেন প্রিয়দর্শন। অক্ষয়ের জায়গায় কার্তিক? ভুলভুলাইয়া ২ ঘোষণার পর অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে সকলকে ভুল প্রমাণ করে ‘রুহ বাবা’ তাঁর ম্যাজিক দেখাতে সফল হয়েছেন। এই ছবির বক্স অফিস সাফল্যের পরেই কার্তিকের গায়ে লেগে গিয়েছে বলিউডের কনিষ্ঠ সুপারস্টারের তকমা। এই ধারাকেই এবার এগিয়ে নিয়ে যাচ্ছেন কার্তিক।
এদিন একটি গা ছমছমে ভিডিয়ো টিজার শেয়ার করে নিয়েছেন কার্তিক। শুরুতেই নায়কের ভয়েস ওভারে শোনা গেল, ‘কী ভেবেছিলেন কাহিনি শেষ, দরজা তো বন্ধ হয়ই আবার খোলবার জন্য…’। এরপর অরিজিতের কন্ঠে ছবির সুপারহিট গান ‘আমি যে তোমার..’ বেজে ওঠে। আর সেই চেনা ঘরে আরাম কেদারায় তান্ত্রিকের বেশে দেখা মেলে ‘রুহ বাবা’ কার্তিকের। ‘ভুলভুলাইয়া ২’ যারা দেখেছেন তাঁদের কাছে এটি অতি পরিচিত দৃশ্য। কার্তিককে বলতে শোনা গেল, ‘আত্মারা শুধু আমার সঙ্গে কথা বলে না, আমার মধ্যে ঢুকেও পড়ে’।
ভিডিয়োর ক্য়াপশনে কার্তিক লিখেছেন, ‘রুহ বাবা ফিরছে ২০২৪-এর দিওয়ালিতে’। হ্যাঁ, আগামি বছর দীপাবলিতে মুক্তি পাবে এই হরর-কমেডি।
বক্স অফিসে ২৬৭ কোটি টাকার ব্যবসা করেছিল ‘ভুল ভুলাইয়া ২’। কার্তিকের ফিল্মি কেরিয়ারের সবচেয়ে বড় হিট এই ছবি। যা পরিচালনার দায়িত্বে ছিলেন অনিজ বাজমি, তিন নম্বর ভাগেও পরিচালকের আসনে থাকছেন তিনি। ‘ভুল ভুলাইয়া ২’-এ কার্তিকের নায়িকা হিসাবে দেখা মিলেছিল কিয়ারা আডবানির। ছবিতে ডবল রোলে দেখা মিলেছিল তাবুর। অঞ্জুলিকা ও মঞ্জুলিকার চরিত্রে তাবুর অভিনয় দর্শক আজও ভুলতে পারেনি।
আরও পড়ুন-নুন আনতে পান্তা ফুরোয়! সংসার চালাতে হিমসিম খাচ্ছেন ‘জুইগাটো’ ডেলিভারি বয় কপিল
For all the latest entertainment News Click Here