রুবলেভকে গুঁড়িয়ে সেমিতে জকোভিচ, করলেন নজির স্পর্শ, বিশেষ আর্জি রজারের জন্য
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচ। পুরুষদের সিঙ্গলসে আন্দ্রেই রুবলেভকে স্ট্রেট সেটে হারালেন জকো। ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই তৈরি করলেন আরও একটি রেকর্ড। টপকে গেলেন আন্দ্রে আগাসিকে। অস্ট্রেলিয়া ওপেনে টানা ২৭ ম্যাচ জেতার নজির গড়লেন তিনি।
কোয়ার্টার ফাইনালে জকোর প্রতিদ্বন্দ্বী ছিলেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন জকো। প্রথম সেটে ৬- ১ ব্যবধানে জেতেন তিনি। দ্বিতীয় সেট জেতেন ৬-২ ব্যবধানে। তৃতীয় সেটে ৬-৪ জিতে যান জকোভিচ। মেলবোর্ন পার্কের ম্যাচে নোভাক একপ্রকার দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে।
কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগেই হ্যামস্ট্রিং চোট ছিল নোভাকের। আগের ম্যাচে অ্যালেক্স ডি’মিনরের বিরুদ্ধেও ব্যান্ডেজ বেঁধে খেলেছিলেন জকোভিচ। এই ম্যাচেও তা দেখা গেল। তবে ২২তম গ্র্যান্ডস্লাম জিততে তিনি কতটা উদগ্রীব, তা এই ম্যাচ দেখে বোঝা গেল। এই নিয়ে জকোভিচ কেরিয়ারের ৪৪ তম গ্র্যান্ডস্লামের সেমিফাইনাল খেলবেন তিনি।
ম্যাচের শুরু থেকেই ছন্দ ধরে রেখেছিলেন জকোভিচ। বিপক্ষের সার্ভিস ভাঙার ছক কষেছিলেন শুরু থেকে। ফলও পান হাতেনাতে। দ্বিতীয় সেটেও একই ছন্দ ধরে রাখেন। তবে তৃতীয় সেটে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন আন্দ্রে। ম্যাচের পর জোকার বলেন, ‘আন্দ্রে দুর্দান্ত প্রতিপক্ষ। দারুণ প্লেয়ার। আমি ওকে সম্মান করি। কঠিন লড়াইয়ের মধ্যে ফেলে দেয় আমায়। বর্তমানে বিশ্বের টেনিস প্লেয়ারদের মধ্যে অন্যতম সেরা ফোরহ্যান্ড মারে ও।’
ম্যাচের শেষে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন নোভাক। রজার ফেডারারকে নিয়ে কথা বলতে গিয়ে চোখের কোন ভিজে ওঠে তাঁর। জকোভিচ বলেন, ‘সবাই মিলে ফেডেরারের জন্য করতালি দিন। ও সত্যিই রাজা। এটা ওর প্রাপ্য। আমরা বেশ কিছু কঠিন ম্যাচ খেলেছি। সবার মনে থাকবে সেগুলি। এখন পরিবারের সঙ্গে ও সময় কাটাচ্ছে। কিন্তু টেনিস ওর অনুপস্থিতি টের পাচ্ছে।’
সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের টমি পলের বিরুদ্ধে খেলতে নামবেন ২১টি গ্র্যান্ডস্লামের মালিক নোভাক জকোভিচ।
For all the latest Sports News Click Here