রুতুর দলকে ছুটি করিয়ে মহারাষ্ট্র প্রিমিয়র লিগের ফাইনালে কেদার যাদবের কোলাপুর
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ের পুণেরি বাপ্পার কাছে হারের মুখ দেখতে হয় কেদার যাদবের কোলাপুর টাস্কার্সকে। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিলেন কেদাররা। তাও আবার প্লে-অফের মঞ্চে। মহারাষ্ট্র প্রিমিয়র লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে পুণেরি বাপ্পাকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে কোলাপুর। এবারের মতো অভিযান শেষ হয় রুতুরাজদের। যদিও গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচে রুতুরাজকে মাঠে নামাতে পারেনি তাঁর দল।
পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসেসিয়েশন স্টেডিয়ামে টস জিতে পুণেরি বাপ্পাকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় কোলাপুর। পুণেরি বাপ্পা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৩ রানের ছোটখাটো ইনিংস গড়ে তোলে।
নয় নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৪২ রান করেন অভিমন্যু যাদব। ২১ বলের অপরাজিত ইনিংসে তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। মূলত অভিমন্যুর এমন মারকাটারি ইনিংসের জন্যই পুণেরি বাপ্পা সম্মানজনক রানে পৌঁছতে পারে।
আরও পড়ুন:- ‘ওর জন্য বড্ড ভয় হয়, চোট না পেয়ে বসে’, বিশ্বকাপের আগে ভারতীয় তারকাকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন কপিল দেব
এছাড়া শুভম তসওয়াল ১৮, পবন শাহ ৫, রোহন দামলে ৯, যশ ক্ষীরসাগর ৬, হর্ষ সাংভি ১৭, সূরজ শিন্ডে ২৬ ও অদ্বয় শিধায়ে ৪ রান করেন। কোলাপুরের হয়ে ২৯ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন অক্ষয় দারেকর। ২০ রানে ২টি উইকেট নেন তরনজিৎ সিং। ১টি করে উইকেট পকেটে পোরেন আতমান পোরে ও নিহাল তুসামাদ।
জবাবে ব্যাট করতে নেমে কোলাপুর টাস্কার্স ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৪ রান সংগ্রহ করে নেয়। অর্থাৎ, ১৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। যদিও ব্যাট হাতে বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন কেদার। তিনি ওপেন করতে নেমে ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৫ রান করে মাঠ ছাড়েন।
আরও পড়ুন:- Ashes 2023: ড্রিম ডেলিভারি, স্টাম্পের ঠিকানা লেখা নিখুঁত ইনসুইংয়ে খোয়াজা-ওয়ার্নারকে সাজঘরে ফেরালেন টাঙ্গ- ভিডিয়ো
রান পাননি ফর্মে থাকা অঙ্কিত বাউনিও। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৫ রান করেন। কোলাপুরের পরিত্রাতা হয়ে দেখা দেন সিদ্ধার্থ। তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া নৌশাদ শেখ ২৩ বলে ২৪ রানের যোগদান রাখেন। ১৪ বলে ২৪ রানের আগ্রাসী ইনিংস খেলেন সাহিল। ১০ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন তরনজিৎ।
পুণেরি বাপ্পার হয়ে সচিন ভোসালে ৩টি উইকেট নিলেও দল হারায় ব্যর্থ হয় তাঁর লড়াই। ফাইনালে কোলাপুর মুখোমুখি হবে রত্নাগিরি জেটসের।
For all the latest Sports News Click Here