রুতুরাজের ব্যাটিংয়ে মজলেন পাক কিংবদন্তি, দিলেন দরাজ সার্টিফিকেট
শুভব্রত মুখার্জি: আইপিএলের বিভিন্ন সংস্করণের মধ্যে দিয়ে একের পর এক তরুণ প্রতিভা উঠে এসেছেন। সদ্য শেষ হওয়া ১৬ তম মরশুমও তার ব্যতিক্রম নয়। এই বছরে তরুণ প্রতিভাবান যে সব তারকা ভালো পারফরম্যান্স করেছেন তাদের অন্যতম রুতুরাজ গায়কোয়াড়। শেষ কয়েকটি মরশুম জুড়েই তার পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। ভারতীয় সিনিয়র দলেও তিনি সুযোগ পেয়েছেন। টি-২০ ফর্ম্যাটেও বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার ওয়াসিম আক্রম। তাঁর মতে রুতুরাজের ভবিষ্যত খুব উজ্জ্বল।
আরও পড়ুন… SL vs AFG: দিব্বি IPL খেললেন, শ্রীলঙ্কা সিরিজের আগে চোট পেয়ে বসে গেলেন রশিদ খান
সদ্য শেষ হওয়া আইপিএলের সম্বন্ধে বলতে গিয়ে রুতুরাজের ভূয়সী প্রশংসা করেছেন ওয়াসিম আক্রম। প্রসঙ্গত ১৬ তম আইপিএলের সব থেকে বড় তারকা নিঃসন্দেহে শুভমন গিল। এ ছাড়াও রয়েছেন যশস্বী জসওয়াল, রিঙ্কু সিং এবং রুতুরাজ গায়কোয়াড়। গিল তো আইপিএলের ১৬ তম মরশুমে একটা সময়ে তাঁর চারটি ম্যাচে তিনটিতেই শতরান করেছেন। ১৭ ম্যাচে তিনি করেছেন ৮৯০ রান। পিছিয়ে নেই রুতুরাজ গায়কোয়াড়ও। ৫৯০ রান করেছেন তিনি। সিএসকের পঞ্চম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রুতুরাজ।
আরও পড়ুন… হাতে গীতা আর মুখে হাসি, IPL 2023 চ্যাম্পিয়ন হওয়ার পর ভিন্ন মেজাজে মাহি, ভাইরাল ধোনির ছবি
রুতুরাজ গায়কোয়াড় সম্বন্ধে বলতে গিয়ে ওয়াসিম আক্রম বলেছেন, ‘চাপের পরিস্থিতিতে রুতুরাজ বেশ ভালো খেলেছে। বেশ কিছু ভালো ব্যাটিং পারফরম্যান্স করেছে গুরুত্বপূর্ণ সময়ে। ওর ক্ষেত্রে সব থেকে ভালো যে জিনিসটা সেটা হল ওর ফিটনেস খুব ভালো। রুতুরাজ একজন অসাধারণ ফিল্ডার। ওর বয়সও খুব বেশি নয়। ওর ভবিষ্যত খুব উজ্জ্বল। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত তারকা হয়ে উঠতে পারে ও। যে ফ্র্যাঞ্চাইজির (সিএসকে) হয়ে রুতুরাজ খেলা সেই ফ্র্যাঞ্চাইজির হয়ে ও একজন বড় তারকা হয়ে উঠবে।’ ২৬ বছর বয়সি সদ্য শেষ হওয়া আইপিএলে চারটি অর্ধশতরান করেছেন। রুতুরাজের গড় ৪২.১৪। ভারতের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন তিনি। সবমিলিয়ে ৫২টি ম্যাচ খেলে তিনি করেছেন ১৭৯৭ রান।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here