রুটি বানালেন, খেললেন দড়ি টানাটানি, নেভি অফিসারদের সঙ্গে গোটা দিন কাটালেন সলমন
নেভি অফিসারদের সঙ্গে সময় কাটালেন সলমন খান। ঘুরে দেখলেন ভারতের যুদ্ধজাহাজ INS Visakhapatnam। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের ঠিক আগে ভাইজানের এই উদ্যোগ মন কেড়েছে তাঁর সকল ভক্তদের। একাধিক সোশ্যাল মিডিয়া ফ্যানপেজ থেকে তা শেয়ার করা হয়েছে। সাদা শার্ট, কালো ফরমাল প্যান্ট আর কালো জুতো পরে নেভির জাহাজ ভ্রমণে গিয়েছিলেন তিনি। মাথায় একটা কালো ক্যাপ পরেছিলেন, যাতে গোটা গোটা করে লেখা ছিল ‘সলমন’ নাম।
একটা ছবিতে দেখা যাচ্ছে হাতে জাতীয় পতাকা নিয়ে তা নাড়াচ্ছেন তিনি, আর আশপাশে থাকা অফিসাররা উৎসাহ দিচ্ছেন। নেভির অফিসারদের সঙ্গে তিনি যে ছবি তুললেন এমন নয়, গল্প করলেন, রুটি বানালেন, খেললেন টাগ ওফ ওয়ার বা দড়ি টানাআরও পড়ুন: আলিয়া-ক্যাটরিনা-ঐশ্বর্য-দীপিকাদের রাখি ভাই কারা জা
সলমন খানের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েতেই উত্তেজিত তাঁর ভক্তরা। তাঁরা ভাইজানের দেশভক্তি দেখে মুগ্ধ। একজন লিখেছেন, ‘স্যার আমি ছোট থেকেই আপনার ফ্যান। কিন্তু যত দিন যাচ্ছে ভালোবাসা বাড়ছে। আপনার ভক্ত হিসেবে নিজের নাম বলতে আমার গর্ব হয়।’ অপরজন লিখেছেন, ‘এই যারা বয়কট সলমন খান বলে ঘ্যানঘ্যান করে, তাঁদের এই ছবিগুলো দেখা উচিত।’নেন?টানি।
মঙ্গলবার বিকেলে ইনস্টাগ্রামে একটি শার্টলেস ছবি শেয়ার করেছিলেন সলমন খান। ছবিতে নিজের টোনড বডি আর অ্যাবস শো অফ করতে দেখা গেল ভাইজানকে। বেশ রাগিরাগি মুখ করেই আয়নার দিকে চেয়ে আছেন। সম্ভবত এই লুকেই তিনি আসবেন ‘কাভি ইদ কাভি দিওয়ালি’-তে। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘বিং স্ট্রং’। আরও পড়ুন: ৯০ শতাংশ পোশাকই ধার করে পরি আমি, কফি উইথ করণে ফের বেফাঁস সোনম: ‘অত কে খরচ করবে’!
‘কাভি ইদ কাভি দিওয়ালি’-তে সলমন স্ক্রিন শেয়ার করবেন পূজা হেগড়ে, জাহির ইকবাল, শেহনাজ গিল, ভেঙ্কটেশ ডাগ্গুবতীর সঙ্গে। এরপর সল্লুকে বড় পরদায় দেখা যাবে ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার ৩’ আর জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ‘কিক ২’-তে।
বলে রাখা ভালো কৃষ্ণসায়র হরিণ হত্যা মামলায় বারবার হুমকি আসছে সলমনের কাছে। বিষ্ণোই সম্প্রদায়ের রাগ এখনও অভিনেতার উপরে। পেয়েছেন হুমকি চিঠি। মুম্বই পুলিশের তরফে সলমন খানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। নিজেও সাবধান হয়েছেন, বন্দুদের লাইসেন্স নিয়েছেন, ব্যবহার করছেন বুলেটপ্রুফ গাড়ি।
For all the latest entertainment News Click Here