রুকমার বিপরীতে ‘মোটা নায়ক’! রূপসাগরে মনের মানুষের নতুন প্রোমো নিয়ে চলল প্রতিবাদ
সান বাংলার সিরিয়াল ‘রূপসাগরে মনের মানুষ’ দিয়ে ফিরছেন টিভির জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায় এই খবর সবার কাছেই ছিল। তবে এতদিন অনেক রহস্য তৈরি হয়েছিল নায়কের চরিত্রটি নিয়ে। অবশেষে তা মিটল। শুক্রবারই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের দ্বিতীয় প্রোমো। যেখানে নায়ক চরিত্রটির আভাস দেখতে পেয়েছে দর্শক। তারপর থেকেই খচে লাল রুকমার ভক্তরা। ক্ষোভ উগড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
রুকমা রায়কে শেষ দেখা গিয়েছে জি বাংলার লালকুঠি সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে। একটু অন্য ধাঁচের গল্প নিয়ে আসা, রহস্যের ঘনঘটা থাকা সেই মেগা ছাপ ফেলতে পারেনি দর্শক মনে। কম টিআরপি থাকায় মাস ছয়েকের মধ্যেই বন্ধ হয়ে যায় সেই সিরিয়াল। তাঁর আগে রাহুল-রুকমার জুটি হিট করেছিল স্টার জলসার দেশের মাটি সিরিয়ালে। সেই মেগায় কেন্দ্রীয় চরিত্রে না থেকেও রাজা আর মাম্পি চরিত্র দুটি কেড়ে নিয়েছিল সকলের মন।
তবে স্টার জলসা আর জি বাংলা ছেড়ে এবার রুকমা সান বাংলায়। এর আগে প্রথম প্রোমোতে সামনে এসেছিল রুকমার লুক। সুন্দরী অভিনেত্রীর রূপের প্রশংসায় এক বয়স্কা মহিলাকে বলতে শোনা গিয়েছিল রাজপুত্রের মতো বড় হবে তোর। তা সেই ‘রাজপুত্র’-এর দেখা মিলল শুক্রবারে। দ্বিতীয় প্রোমো দেখে দর্শকদের চক্ষুস্থির। এক মাঝারি ওজনের ‘গোলুমোলু’ নায়য়কে তাঁরা মানতে পারছেনা না রুকমার বিপরীতে। প্রোমো সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সামিল রুকমার অনুরাগীরা।
রুকমার বিপরীতে নায়ক চরিত্রে দেখা মিলবে দেবায়ন ভট্টাচার্যের। আর রুকমার শাশুড়ির চরিত্রে থাকছেন অঞ্জনা বসু।
সোশ্যাল মিডিয়ায় এক রুকমা ভক্তের মন্তব্য, ‘রুকমাদির সঙ্গে একেবারেই মানাচ্ছে না। জানি না এই সিরিয়াল কীভাবে বানাল এসভিএফ।’ আরেকজন লিখলেন, ‘কত আশা ছিল রুকমা দির সিরিয়াল নিয়ে। সব নষ্ট হয়ে গেল।’
যদিও সান টিভির জনপ্রিয় তেলেগু সিরিয়ালের রিমেক এই রূপসাগরে মনের মানুষ। যেখানে গল্পের মূল বিষয়ই হল ভালোবাসা সৌন্দর্যের মাপকাঠিতে আটকে থাকে না। এই ‘অসম প্রেম’-এর গল্পই দেখবে দর্শক। যা ২০২৩ সালে এসে সাহায্য করবে মানুষের ভাবনায় বদল আনতেও। ৩ জুলাই থেকে শুরু হচ্ছে ধারাবাহিক।
নিজের নতুন সিরিয়াল নিয়ে এর আগে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি সত্যি ভাগ্যবান যে যখনই আমার কোনও ধারাবাহিকের কাজ শেষ হয়েছে প্রচুর মানুষ খোঁজ নিয়েছে যে আমি কবে ফিরব আবার। আমায় সবাই মিস করে। একটু বিরতি নিয়েই ফিরছই। নিজের জন্য একটু ব্রেক নিয়েছিলাম আসলে। আশা করব আমার আগের কাজগুলোর মতো এটাও দর্শকদের ভালো লাগবে।’
For all the latest entertainment News Click Here