রিয়াল মাদ্রিদের মতো জুভেন্তাসেও রোনাল্ডোর বদলি সেই ইডেন হ্যাজার্ড- রিপোর্ট
গতকালই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্তাস ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে পুনরায় যোগ দিয়েছেন। ট্রান্সফার উইন্ডোয় তাঁর পরিবর্তে ফুটবলার খোঁজা জন্য জুভের হাতে সময় খুবই কম, উপরন্তু করোনা পরিস্থিতির জেরে আর্থিক মন্দায়ও ভুগছে ক্লাব। এমন অবস্থায় কোন ফুটবলারকে রোনাল্ডোর বদলে দলে নেবে বিয়ানকোরি, সেই নিয়ে প্রশ্ন উঠেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম MARCA-র রিপোর্ট অনুযায়ী, ইডেন হ্যাজার্ডকেই রোনাল্ডোর বদলি হিসাবে দলে নেওয়ার কথা ভাবছে জুভেন্তাস। তবে পাকাপাকিভাবে নয়,বেলজিয়ানকে লোনেই নিতে জুভেন্তাস বেশি আগ্রহী বলে দাবি করা হয় রিপোর্টে। এর ফলে আর্থিকভাবে ইতালিয়ান ক্লাবের খুব একটা সমস্যা হবে না। উপরন্তু, রোনাল্ডো দল ছাড়ায় তাঁর বিশাল বেতন থেকে হ্যাজার্ডের বেতন দিয়েও কিছু সঞয় করতে পারবেন তারা।
২০১৯ সালে রোনাল্ডো রিয়াল ছাড়ার পড়েই লস ব্লাঙ্কোসে যোগ দেন হ্যাজার্ড। তবে বেলজিয়ান অধিনায়ক নিরন্তর ব্যবধানে চোটগ্রস্থ হওয়ায় এখনও অবধি তাঁর রিয়াল মাদ্রিদ কেরিয়ার একেবারে পরিকল্পনামাফিক যায়নি। আপাতত হ্যাজার্ড রিয়ালে থাকার সম্ভাবনা বেশি হলেও স্প্যানিশ ক্লাবের কিলিয়ান এমবাপের প্রতি আগ্রহের কথা কারুরই অজানা।
ফরাসি তারকা দলে আসলে হ্যাজার্ড যে আর নিয়মিত সব ম্যাচে প্রথম এগারোয় খেলবেন না, তা একপ্রকার প্রায় নিশ্চিত। বিশ্বকাপের আগের মরশুমে সব ফুটবলারই নিয়মিত খেলতে আগ্রহী থাকতে, তাই সেইদিক থেকে ৩০ বছর বয়সী উইঙ্গার জুভেন্তাসে যোগ দিলে প্রথম এগারোয় খেলার সম্ভাবনা বেশি। তবে শেষ সিদ্ধান্ত হ্যাজার্ডই
For all the latest Sports News Click Here