রিসেপশন পার্টিতে পুষ্পার ‘ও আন্তভা’-তে উদ্দাম নাচ করিশ্মার, ছুঁড়ে দিলেন চুমুও
টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী করিশ্মা তন্না ও বরুণ বঙ্গেরার বিয়ে হল শনিবার মুম্বইতে। আর রিসেপশন পার্টির একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সোনালি ড্রেসে ‘পুষ্পা’ ছবির ‘ও আন্তভা’ গানে উদ্দাম নাচ নাচলেন তিনি বন্ধুদের নিয়ে। অভিনেত্রী হরলিন শেঠি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন এই ভিডিয়ো।
খোলা চুলে, শিমারি গোল্ডেন পোশাকে দেখা মিলল করিশ্মা তন্নার। দেখা গেল আপন মেজাজে নাচ করছেন। কেউ তাঁর নাম ধরে ডাকতেই ক্যামেরার দিকে ছুঁড়ে দিলেন চুমু। এরপর দেখা গেল বন্ধুকে হাত ধরে টেনে নিয়ে একসাথে নাচ শুরু করে দিয়েছেন। ভিডিয়োতে কোনও ক্যাপশন না দিলেও হরলিন ট্যাগ করেছেন করিশ্মাকে।
সমুদ্রের ধারে সূর্যাস্তের ঠিক আগে বিয়ে হয় বরুণ আর করিশ্মার। ইন্ডাস্ট্রি থেকে টেরেন্স লুইস, একতা কাপুর, অনিতা হসনন্দানি, রিদ্ধিমা পণ্ডিত হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে। করিশ্মা পরেছিলেন গোলাপি রঙের লেহেঙ্গা, ম্যাচিং গয়না। আর বরুণ পরেছিলেন সাদা শেরওয়ানি। বিয়ের বেশ কিছু ছবি-ভিডিয়ো অনলাইনে ভাইরাল হয়েছে। তাঁর মধ্যে একটায় বরুণকে সিঁদুর পরিয়ে দিতে দেখা গিয়েছে করিশ্মাকে। আরেকটা ভিডিয়োতে কনে হাঁটু গেড়ে বসে ফুল উপহার দিচ্ছেন বর বরুণকে।
গত বছর নভেম্বরেই বরুণের সঙ্গে বাগদান সেরেছিলেন করিশ্মা। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল খুব শিগগির তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছিল করিশ্মা-বরুণের প্রাক-বিয়ের অনুষ্ঠান। গায়ে হলুদ, সংগীত-মেহেন্দি শেষে শনিবার সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা।
For all the latest entertainment News Click Here