রিয়ালকে হারালেও ধাক্কা গেটাফের কাছে, হেরে গেল ভারতের অনূর্ধ্ব-১৭ দল
ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল পুরুষ দল বর্তমানে স্পেনে রয়েছে। সেখানে তারা অভিজ্ঞতা বাড়ানোর জন্য স্পেনের বিভিন্ন ক্লাবের বিরুদ্ধে খেলছে। তাদের পঞ্চম প্রশিক্ষণ ম্যাচে সেগোভিয়ার ওটেরো দে হেরেরোসে গেটাফে অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে ১-৩ ব্যবধানে পরাজিত হয় তারা। এই ম্যাচের সব গোলই হয় প্রথমার্ধে।
ভারতের অনূর্ধ্ব-১৭ পুরুষ জাতীয় দলের অন্যতম সদস্য কোরো সিং ১২ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেন। তবে বেশিক্ষণ সেই এগিয়ে থাকার সুবিধা নিতে পারেনি ভারত। ২৪ মিনিটে ওটেরো দে হেরেরোসের হয়ে অ্যাঞ্জেল ব্লাঙ্কো সমতায় ফেরান। এরপরই মাত্র দুই মিনিটের পর ম্যাচের ২৬ মিনিটে লুইস কাওয়েকি স্প্যানিয়ার্ডদের এগিয়ে দেন। পরপর দুটি গোল খেয়ে চাপে পড়ে যায় ভারতীয় অনূর্ধ্ব-১৭ দল। ম্যাচে স্নায়ু ঠান্ডা রেখে নিজেদের খেলা খেলতে পারেনি তারা। এর ফলে প্রথমার্ধের কিছুক্ষণের আগে ৩৯ মিনিটের মাথায় ভারতের প্রেমবীর নিজের গোলেই বল জড়িয়ে দেন। ফলে দুই গোলে এগিয়ে যায় বিপক্ষরা।
দুই দলই ম্যাচের শুরুটা অসাধারণ ভাবে করে। খেলা কিছুক্ষণ গড়ানোর পর ভারতের গোলরক্ষক সাহিল এডুয়ার্দো লোরেন্তের একটি শট দুর্দান্তভাবে সেভ করেন। তারপরই ভারত তাদের একমাত্র গোলটি করে। তবে এই এগিয়ে থাকা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৩০ মিনিটের কাছাকাছি পৌঁছানোর সময়ে স্প্যানিয়ার্ডরা গতি বাড়াতে শুরু করে। ২৪ মিনিটে তারা ম্যাচের স্কোর সমান করে। ফুলব্যাক আলবার্তো ফার্নান্দেজ বল নিয়ে এগিয়ে গিয়ে অ্যাঞ্জেল ব্লাঙ্কোর কাছে পাস দেন। গোল করতে কোনও ভুল করেননি তিনি। লুইস কাওয়েকি ওটেরোদের পক্ষে প্রথম গোলের দুই মিনিট পরই গোল করেন। এরপরে একটি আত্মঘাতী গোলে ৩-১ পিছিয়ে পড়ে ভারত। ম্যাচের প্রথমার্থে দুই গোলে পিছিয়ে থাকার পর ভারত অনেক চেষ্টা করলেও আর সমতা ফেরাতে পারিনি। ফলে এই ম্যাচ হারতে হল ভারতকে।
এই ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ মিনিটে আকাশ তিরকির জায়গায় ভ্যানলালপেকা গুইতেকে মাঠে নামান তিনি। লেমেট কোরোকে তুলে নিয়ে মাঠে নামান শাশ্বতকে। লালপেখলুয়া রাল্তেকে তুলে নিয়ে গোগোচাকে খেলায় নিয়ে আসেন ভারতের অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ।
For all the latest Sports News Click Here