রিমা-সেলেনার গানে বেলি ড্যান্স! তথাকথিত সাইজ জিরো না হয়ে হিল্লোল তুললেন এই মহিলা
রিমা এবং সেলেনা গোমেজের কাম ডাউন গানটি যবে থেকে মুক্তি পেয়েছে তবে থেকে এটি ভক্তদের মধ্যে বিপুল জনপ্রিয় হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অন্যতম ট্রেন্ডিং গান হল এটি। গানে ফুটে উঠেছে সম্পর্ক ভেঙে গেলেও নিজেকে সামলে নেওয়ার কথা। গানটির বিট এতটাই সুন্দর যে সুরে সুরে দুলে উঠেছেন অনেকেই। বহু মানুষ এই গানে নাচ করে রিল ইত্যাদি বানিয়েছেন। তবে সম্প্রতি এক মহিলা এই গানে তাঁর ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সেটা রীতিমত ভাইরাল হয়ে যায়। বেলি ড্যান্সে তিনি মুগ্ধ করেছেন সকলকেই।
এই ভিডিয়োটি পোস্ট করেছেন বেলি ড্যান্সার এবং ইনফ্লুয়েন্সার শ্রেয়া। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘আমি যখন বেলি ড্যান্স করি আমি তখনই নিজেকে শান্ত করে নিই।’ এই ভিডিয়োতে শ্রেয়াকে একটি কালো রঙের পোশাকে জমিয়ে নাচ করতে দেখা যায়। সব থেকে মজার হল তিনি এই গানের একটিও বিট ছাড়েননি। প্রতিটাতে কিছু না কিছু মুভস করে সকলকে চমকে দিয়েছেন।
গত ১ এপ্রিল এই ভিডিয়ো তিনি পোস্ট করেন। এখন সেখানে ১.৮ মিলিয়নের বেশি ভিউজ আছে। নম্বর এখনও বাড়ছে কিন্তু! ফলে বুঝতেই পারছেন এই ভিডিয়ো এখনও নেট নাগরিকদের কাছে হট কেকের মতো। অনেকেই তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন।
এক ব্যক্তি লেখেন, ‘উফ! কিছুতেই চোখ ফেরাতে পারছি না। বারবার দেখেই যাচ্ছি। আপনি দারুণ নাচেন শ্রেয়া।’ আরেক ব্যক্তি লেখেন, ‘হে ঈশ্বর! কী দারুণ! ভীষণ ভালো লাগল।’
প্রসঙ্গত অনেক তারকা থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাই এই গানে নেচে তাক লাগিয়ে দিয়েছেন। আর সেখানে চেরি অন দ্যা টপ হয়ে থাকল শ্রেয়ার এই নাচ। কাম ডাউন গানে বেলি ড্যান্স করা যায় সেটাই যখন অনেকে ভাবেননি তিনি তখন সেটা করে রীতিমত ছক্কা হাঁকিয়ে দিলেন।
For all the latest entertainment News Click Here