রিনিকে জড়িয়ে কান্না ঊর্মির! শেষ দিনে মিশমিকে ‘আইবুড়ো ভাত’ খাওয়ালো অন্বেষারা?
পর্দায় দুজনের সম্পর্ক যতই সাপে-নেউলে হোক না কেন, বাস্তবে দুজনের মধ্যেকার বন্ধুত্বের সম্পর্ক অটুট। আচমকাই নিজের অভিনয় কেরিয়ারে রাশ টানলেন মিশমি দাস। ‘এই পথ যদি না শেষ হয়’-এর রিনিকে আর দেখা যাবে না। শুধু এই সিরিয়াল নয়, অভিনয় থেকেই ব্রেক নিচ্ছেন নায়িকা। কারণটা দিন কয়েক আগেই এক সোশ্যাল মিডিয়া পোস্টে ব্যাখ্যা করেছিলেন মিশমি। নিজেকে একটু সময় দিতে যান ক্লান্ত নায়িকা, তাই ঠিক করেছেন শহর ছাড়বেন, সঙ্গে কেরিয়ারও। তবে দুম করে সবকিছু ছেড়ে দেননি মিশমি। কারণ দুটো মেগা সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি।
নোটিশ দিয়ে আগেই প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন নিজের সিদ্ধান্তের কথা। সেইমতো বৃহস্পতিবার ছিল ‘এই পথ যদি না শেষ হয়’-এর সেটে মিশমির শেষদিন। এদিন রিনিকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন ঊর্মি। এদিন মিশমিকে পাত পেড়ে খাইয়েছে গোটা টিম। সাজিয়ে গুছিয়ে পঞ্চ-ব্যাঞ্জন পরিবেশন করা হয়েছিল রিনির জন্য। কী ছিল না মেনুতে? পোলাও, পাঁচ রকমের ভাজা, ভেকটি পাতুরি, চিংড়ি, মাংস, চাটনি, পায়েস আরও কত কী! ধান-দুব্বো দিয়ে রিনিকে আর্শীবাদও করল সহ-অভিনেত্রীরা। এইসব দেখেই অনুরাগীরা ভাবে তবে কি বিয়ের পিঁড়িতে বসছেন মিশমি? তাই জন্যই কি অভিনয় ছাড়ছেন? এটা কি তাঁর আইবুড়ো ভাতের পর্ব?
ঘন্টা কয়েকের মধ্যেই সব প্রশ্নের জবাব দেন মিশমি। তিনি বলেন, ‘আমি বিয়ে করছি না, দয়া করে অনুমান করবেন না। আমি যদি বিয়ে করি তা বিশ্বের কাছে ঘোষণা করব’। মিশমির সঙ্গে বিদায়বেলার একটা আবেগঘন ভিডিয়ো শেয়ার করেছেন অন্বেষাও। ক্যাপশনে লিখেছেন, ‘ফির মিলেঙ্গে চলতে চলতে’।
এক সাক্ষাত্কারে মিশমি জানিয়েছেন, তিনি অভিনয় ছাড়ছেন না, বিরতি নিচ্ছেন। কারণ অভিনয়ের বাইরে অন্যকিছুই তিনি করতে জানেন না। মিশমি জানান, ‘সপরিবারে বাইরে চলে যাচ্ছি। সেখানে গিয়ে নিজের মতো করে সময় কাটাব, যোগা করব। ভালো ভালো বাই পড়ব, গান শুনব। যা কবর সবকিছু ইতিবাচক। নিজেকে নতুন করে তৈরি করব, তবে কলকাতায় ফিরব তো বটেই’। প্রেমিক বিশাল ভনও সঙ্গে যাচ্ছেন জানান মিশমি।
কাজ করতে করতে নিজেকে সময় দিতে ভুলে গিয়েছিলেন তাই এই সিদ্ধান্ত। তবে কারুর সঙ্গে কোনও সমস্যা নেই তাঁর স্পষ্ট করেন মিশমি। আগামিদিনে ওয়েব সিরিজ দিয়ে কাজে ফিরতে চান মিশমি। নিজেকে খোঁজবার এই সফর সফল হোক নায়িকার তেমনটাই চান অনুরাগীরা।
For all the latest entertainment News Click Here