রিচা চাড্ডার গালওয়ান নিয়ে টুইট ভারতীয় সেনাকে অপমান করে লেখা, দাবি নেট-নাগরিকদের
ভারতীয় সেনাকে অপমান করার অভিযোগ উঠল বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার উপরে। টুইটারে নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বলা, ‘POK-র দখল নিতে তৈরি সেনা, শুধু নির্দেশের অপেক্ষা’-র উপর প্রতিক্রিয়া দেন এই নায়িকা। যা ভারতীয় সেনাকে অপমান করা হয়েছে বলে দাবি নেট-নাগরিকদের।
‘গালওয়ান বলছে হাই’ লিখে উপেন্দ্র দ্বিবেদীর বলা কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রিচা। যা দেখে অনেকেরই দাবি ভারতীয় সেনাকে কটাক্ষ করেছেন তিনি এই পোস্টের মাধ্যমে, যা কখনও মেনে নেওয়া যায় না। বিজেপি নেতা মনজিদার শিং শির্ষা লেখেন, ‘অপমানজনক টুইট। যত জলদি সম্ভব এটা উঠিয়ে নিতে হবে। ভারতের সেনাকে অপমান করা কখনোই মেনে নেওয়া যায় না।’ এক জনৈক টুইটারে লিখেছেন, ‘২০ সাহসী ভারতীয় সেনার জওয়ান গলওয়ানে প্রাণ দিয়েছে, আর এই সামান্য অভিনেত্রী উপহাস করছে। এটা লজ্জাজনক।’
পাক অধিকৃত কাশ্মীরের ফের দখল নেওয়া হবে বলে দিন কয়েক আগেই বিবৃতি দিয়েছিলেন রাজনাথ সিং। বলেছিলেন, ‘পাকিস্তান পিওকে-তে যা করেছে তার মূল্য চোকাতে হবে। পাক অধিকৃত কাশ্মীরে বসবাসকারীদের ওপরে ‘অত্যাচার’ করছে, এসবের পরিমাণ ভুগতে হবে। কাশ্মীরের উন্নয়ন শুরু হয়েছে। ততক্ষণ পর্যন্ত থামা হবে না, যতক্ষণ না গিলগিট-বাল্টিস্থানে পৌঁছনো হচ্ছে।’
এই কথার উপরে নির্ভর করেই বিবৃতি দেন উপেন্দ্র দ্বিবেদী। বলেন, ‘যদি ভারতীয় আর্মির কথা ধরা হয় তাহলে তারা তৈরি সরকারের থেকে আসা যে কোনও নির্দেশ পালন করতে। যখনই এরকম কোনও নির্দেশ আসবে, আমরা তৈরি থাকব। ভারতীয় সেনা দুই দেশের স্বার্থেই সীমান্তে শান্তি রাখার চেষ্টা করে সবসময় ও সব শর্ত মেনে চলে। তবে তা ভাঙলে মুখের মতো জবাব দিতেও ভয় পায় না।’
For all the latest entertainment News Click Here