রিঙ্কু সিং পারেননি, দলীপে মাত্র ৭৫ বলে ধ্বংসাত্মক সেঞ্চুরি করলেন KKR-এর এক বোলার
বয়স মাত্র ২১ বছর। সিনিয়র ক্রিকেটে খুব বেশি ম্য়াচ খেলার সুযোগ হয়নি এখনও। দিল্লির ডানহাতি পেসার চলতি দলীপ ট্রফির আগে পর্যন্ত রাজ্যদলের হয়ে মোটে ৫টি ফার্স্ট ক্লাস ও ১টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। ২০২২ ও ২০২৩, দু’বছরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সাকুল্যে ৮টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন হর্ষিত রানা।
বাউন্ডারির ভিতরে যতটুকু সময় কাটিয়েছেন, বোলার হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন হর্ষিত। তবে তাঁর ব্যাটের হাত যে কতটা ভালো, তার যথাযথ প্রমাণ মিলল অবশেষে। এর আগে ৫টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১টি অর্ধশতরান-সহ ১৫২ রান সংগ্রহ করেছিলেন রানা। এবার দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে রীতিমতো টি-২০ ক্রিকেটের মেজাজে ধ্বংসাত্মক শতরান করে সকলকে চমকে দেন হর্ষিত।
চিন্নাস্বামীতে দলীপ ট্রফির কোয়ার্টারে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে লড়াইয়ে নামে উত্তরাঞ্চল। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৯ নম্বরে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান হর্ষিত। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ৩৭ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রানা। তিনি শতরানে পৌঁছতে খরচ করেন মাত্র ৭৫টি বল। সাহায্য নেন ১০টি চার ও ৭টি ছক্কার। অর্থাৎ হাফ-সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে হর্ষিত ৩৮টি বল খরচ করেন।
আরও পড়ুন:- ৫ উইকেট নিয়ে একাই ভাঙেন মধ্যাঞ্চলকে, ব্যাট হাতে লজ্জা ঢাকেন পূর্বাঞ্চলের, দলীপে নজর কাড়া মুরাসিংকে চিনে নিন
শেষমেশ ১২টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৮৬ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন রানা। উত্তরাঞ্চল ৮ উইকেটে ৫৪০ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ায় নিজের ইনিংসকে আরও বড় রূপ দেওয়া হয়নি কেকেআর তারকার।
উল্লেখযোগ্য বিষয় হল, দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে সবার নজর ছিল কেকেআরের অন্য এক তারকার দিকে। মধ্যাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিরুদ্ধে রিঙ্কু সিং কেমন খেলেন, সেটা দেখার জন্য অপেক্ষা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। রিঙ্কু প্রথম ইনিংসে সেট হয়েও উইকেট দিয়ে আসেন। তিনি ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ৩৮ রান করে আউট হন।
আরও পড়ুন:- Duleep Trophy 2023: রিজার্ভ বেঞ্চেই কেটেছে IPL, দলীপে ঝকঝকে শতরান যুব বিশ্বকাপজয়ী তারকার, ব্যাট হাতে তাণ্ডব KKR-এর রানার
সুতরাং, রিঙ্কু যে কাজটা করে দেখাতে পারেননি, বিশেষজ্ঞ বোলার হয়েও হর্ষিত রানা ব্যাট হাতে রিঙ্কুর ঢংয়েই ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করেন।
রিঙ্কুর মধ্যাঞ্চল যদিও পূর্বাঞ্চলের বিরুদ্ধে ছোটখাটো ইনিংস গড়েও উল্লেখযোগ্য লিড নেয়। প্রথম ইনিংসে মধ্যাঞ্চল অল-আউট হয় ১৮২ রানে। জবাবে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১২২ রানে। ৬০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে মধ্যাঞ্চল।
For all the latest Sports News Click Here