রিঙ্কু সিং ঝড়ের মাঝেই নাইট সমর্থকদের হাসিকে দ্বিগুণ করে শহরে চলে এলেন লিটন দাস
রবিবারেই শহরে আসছেন লিটন দাস। একদিন আগেই এমনটা জানিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। শনিবার এই খবর জানিয়ে দিয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। সেই মতো রবিবার রাতে কলকাতায় পা রাখলেন বাংলাদেশ ক্রিকেটের তারকা। ঠিক যেই সময়ে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টাইটানসের বিরুদ্ধে রিঙ্কু সিং-এর ব্যাটিং ঝড় উঠেছিল, যখন গুজরাট টাইটানসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল, যখন রিঙ্কু সিং-এর পাঁচ ছক্কা দেখে বিশ্বাস করতে পারছিল না ক্রিকেট ভক্তেরা, ঠিক তখনই শহরে পা রাখেন বাংলাদেশ তারকা ক্রিকেটার লিটন দাস।
শাকিব আল হাসান এবং লিটন দাসকে দলে নিতে নিলামে ২ কোটি টাকা খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও ২০২৩ আইপিএল-এ খেলতে আসতে পারেননি শাকিব আল হাসান। তাঁর বদলে জেসন রয়কে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শাকিব না এলেও খবর ছিল যে লিটন আসবেন। যদিও মে মাসে আয়ারল্যান্ডে খেলতে যাবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে চলে যাবেন লিটনও। শাকিব এবং লিটনকে আইপিএলের শুরু থেকে কলকাতা না পেলেও দিল্লি ক্যাপিটালসে শুরু থেকেই রয়েছেন মুস্তাফিজুর রহমান। যদিও তাঁকে এখনও কোনও ম্যাচে খেলানো হয়নি। তবে লিটন দাস নাইটদের দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আরও পড়ুন… ১৮ বলে ৪৮ রান! T20 WC-এ বাবরদের বিরুদ্ধে কোহলির ইনিংসের স্মৃতিকে ফেরালেন রিঙ্কু
৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছিল বাংলাদেশ। ৭ এপ্রিল শেষ হয় সেই ম্যাচ। এর পরেই বাংলাদেশের উইকেটরক্ষক কলকাতায় আসবেন বলে জানা গিয়েছিল। যদিও বাংলাদেশের একটি ক্রিকেট ওয়েবসাইট দাবি করেছিল যে, ১০ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে খেলে আইপিএল খেলতে আসবেন লিটন দাস। কেকেআর জানিয়ে দেয়, তার আগেই কলকাতায় আসবেন তিনি। আর সেটাই শেষ পর্যন্ত হল। শেষ পর্যন্ত রবিবারই কলকাতায় চলে এলেন তিনি।
আরও পড়ুন… LSG-কে হারিয়ে জয়ের ট্র্যাকে ফিরতে তৈরি RCB, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
তবে শহরে চলে এলেও দলের সঙ্গে যোগ দিতে পারেননি লিটন দাস। কারণ, কেকেআর দল এখনও আমদাবাদে রয়েছে। দল শহরে ফিরলে তার পর দলের সঙ্গে যোগ দেবেন লিটন দাস। নাইট রাইডার্সের তরফে শনিবার জানানো হয়েছিল যে, ঢাকা থেকে সোজা কলকাতায় আসবেন লিটন দাস। দল এই মুহূর্তে আমদাবাদে রয়েছে। সেখানে গুজরাট টাইটানসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জিতেছে কেকেআর। কলকাতায় ফিরলে দলের সঙ্গে যোগ দেবেন লিটন দাস। কলকাতার তরফে আরও জানানো হয়েছিল যে, তাদের পরের ম্যাচ থেকে লিটনকে খেলাতেও পারবে তারা। রবিবারের পর কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল। সেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here