রিঙ্কু ভাইয়া জিন্দাবাদ- ভিডিয়ো কলে শুভেচ্ছা শ্রেয়সের
রবিবার একটি শ্বাসরুদ্ধকর লড়াইয়ে গুজরাট টাইটানসকে তিন উইকেটে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল-এর ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর জয়গুলির মধ্যে এটি নিজের জায়গা করে নেবে। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বেঙ্কটেশ আইয়ারের ৪০ বলে ৮৩ রান করার পর, রিংকু সিং শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরেছিলেন, সেই কারণে কলকাতা নাইট রাইডার্স রশিদ খানের হ্যাটট্রিকের পরেও ম্যাচে দারুণ ভাবে ফিরে এসে জিতেছে।
শেষ বলে জয়, এই কথা বিশ্বাস করতে পারছেন না কলকাতার ভক্ত থেকে শুরু করে খেলোয়াড়রাও। এই ম্যাচের পর এই মরশুমের দলের অধিনায়ক নীতিশ রানা এবং গত মরশুমের কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের জয়ের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… সুযোগ পেয়েও ব্যর্থ লাল-হলুদ ব্রিগেড, সুপার কাপে ওডিশার সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল
ইনজুরির কারণে আইপিএলের বাইরে থাকা কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার রিংকু সিংয়ের শেষ ছয়ে ঝাঁপিয়ে পড়তে শুরু করেন। সে উত্তেজনায় চিৎকার করতে থাকে। কেকেআরের জয়ের আনন্দ তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। কেকেআর ম্যাচ জেতার পরে শ্রেয়স আইয়ারের সেলিব্রেশনের ভিডিয়ো ভাইরাল হচ্ছে। যেখানে কলকাতা ম্যাচ জেতার পরে তাকে খুব খুশি দেখাচ্ছে। আসলে তিনি ম্যাচটি টিভিতে বসে দেখছিলেন এবং ম্য়াচ জেতার পরে তিনি চিৎকার করে ওঠেন। এরপরে সেখান থেকেই রিঙ্কুকে ফোন করে বসেন শ্রেয়স আইয়ার। মাঠে উপস্থিত রিঙ্কু সিং-এর সঙ্গে ফোনে কথা বলে তাঁকে ও দলকে শুভেচ্ছা জানান শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন… ‘তুমি চ্যাম্পিয়ন’, রিঙ্কুর কাছে টানা ৫ ছক্কা খেয়ে ভেঙে পড়লেন যশ, পেপটক KKR-র
একই সময়ে দলের বর্তমান অধিনায়ক নীতিশ রানাও একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যাতে তাঁকে রিংকু সিংয়ের সঙ্গে দেখা যায় এবং এই শক্তিশালী ইনিংসের জন্য তাঁকে অভিনন্দন জানাতে দেখা যায়।
অন্যদিকে সচিন তেন্ডুলকরও বলেছিলেন যে এই ধরনের ম্যাচগুলি আমাদের শেখায় যে এটি শেষ না হওয়া পর্যন্ত শেষ হয় না। এমনকি রিংকু সিংয়ের ব্যাটিং দেখে উত্তেজিত হয়ে পড়েন শাহরুখ খানও।
বেঙ্কটেশ আইয়ারের ৪০ বলে ৮৩ রানের ইনিংসটি দলের জয়ের ভিত্তি তৈরি করেছিল, কিন্তু ১৭তম ওভারে গুজরাট অধিনায়ক রশিদ খান হ্যাটট্রিক করে ম্যাচের উপর তার দলের দখল আরও মজবুত করেন। রিংকু ১৯তম ওভারের শেষ দুই বলে একটি ছক্কা এবং একটি চার মারেন, এরপর ২০তম ওভারে দলের প্রয়োজন ছিল ২৯ রান। উমেশ যাদব প্রথম বলে একটি সিঙ্গেল নেন এবং রিংকু ২১ বলে ৪৮ রান করেন। যশ দয়ালের বিরুদ্ধে টানা পাঁচটি ছক্কা মেরে দলের জন্য একটি স্মরণীয় জয় নিশ্চিত করেন রিঙ্কু সিং। ২১ বলে অপরাজিত ৪৮ রান করার সময় রিংকু ছয়টি ছক্কা ও একটি চার মারেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট প্রথমে ব্যাট করে চার উইকেটে ২০৪ রান করে। সাত উইকেটে ২০৭ রান করে কেকেআর তাদের টানা দ্বিতীয় জয় নিবন্ধন করে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here