রিঙ্কুর কাছে এক ওভারে ৫ ছক্কা হজম করার ৩৬ দিন পরে ফের মাঠে নামলেন GT -র যশ দয়াল
কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটানসের সেই ম্যাচটি সকল ক্রিকেট ভক্তদের মনে থাকবে, যখন কেকেআর ব্যাটসম্যান রিঙ্কু সিং শেষ ওভারে ৫টি ছক্কা মেরে দলকে জয়ী করিয়ে ছিলেন। যে বোলারের বলে রিঙ্কু এই পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন তাঁর নাম হল যশ দয়াল। গুজরাট টাইটানসের সেই বোলার প্রায় এক মাস পর গুজরাটের জার্সি গায়ে ফিরে এলেন। তিনি শুধু ফিরলেন না একটা শক্তিশালী প্রত্যাবর্তন করেছেন। সোমবার আইপিএল ২০২৩-এর ৬২ তম ম্যাচে যশকে আবার দেখা গেল।
ক্রিকেট ভক্তরা অবশ্য সেই ম্যাচটি মনে রেখেছিলেন। তবে, যশ প্রথম ওভারেই নিজের আগুন দেখিয়ে প্রমাণ করলেন যে একটানা কঠোর পরিশ্রম করলে সব পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মাকে শিকার করেন যশ দয়াল। অভিষেক শর্মা চার বলে ৫ রান করেন এবং যশ দয়ালের বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন… LSG vs MI ম্যাচের ফল বদলে দেবে প্লে অফে-র ছবি! কে জিতলে কার লাভ দেখে নিন এক নজরে
এভাবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় অভিষেককে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বোলিং করতে আসা যশ এই ম্যাচে তাঁর দুর্দান্ত বোলিংয়ে প্রভাব ফেলেন এবং প্রথম দুই ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। যশের দুর্দান্ত প্রত্যাবর্তন দেখে সোশ্যাল মিডিয়ায় ভক্তেরা বেশ খুশি। তাঁর প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন ক্রিকেট ভক্তরা।
আরও পড়ুন… উঠে গেছে GT, সাতটা দলের জন্য পড়ে প্লে অফের তিনটে জায়গা, দেখুন সমীকরণ
যশ তাঁর শেষ ম্যাচ খেলেছিলেন ৯ এপ্রিল। এর পর তিনিও কিছুটা চিন্তিত ছিলেন। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বলেছিলেন যে যশ দয়াল অসুস্থ এবং তাঁর ওজনও ৮ থেকে ৯ কেজি কমে গিয়েছে। পরে ঋদ্ধিমান সাহা জানিয়েছিলেন রিঙ্কু সিং-এর কাছে ছক্কা খেয়ে যশ দয়াল অসুস্থ হননি। আসলে তাঁর পেট খারাপ ছিল। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়াতে যশ দয়ালকে নিয়ে ট্রোল করা হয়েছিল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এরপরে গুজরাট টাইটানসও বোলিংয়ে যশ দয়ালকে নিজেদের দলে জায়গা করে দিতে পারেনি। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সানরাইজার্স হায়দরাবাদেরর বিরুদ্ধে ম্যাচে ফেরার সুযোগ পান যশ দয়াল। এই ম্যাচে তিনি তাঁর প্রতিভার প্রমাণ দিয়েছেন। চার ওভার বল করে ৩১ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। ৭.৮০ ইকোনমি রেটে বল করেছেন যশ দয়াল। তবে এই ম্যাচে তিনি চারটি ওয়াইড বল করেছেন। এর ফলে তাঁকে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here