‘রিক্সাওয়ালা’ অভিনেত্রী সঙ্গীতা সিনহা এবার প্রযোজনায়, নিয়ে আসছেন ‘ছায়াময়ী’
‘রিক্সাওয়ালা’ ছবির অভিনেত্রী সঙ্গীতা সিনহাকে মনে আছে! রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দর্শক এবং সমালোচকদের কাছে প্রচুর সমাদর পেয়েছে এই ছবি। ‘রিক্সাওয়ালা’ ছবির হাত ধরেই অভিনয়ে পদার্পণ সঙ্গীতার। ছবিতে তাঁর অভিনয়ও আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে।
একাধিক সময় বহু সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন সঙ্গীতা। এ বার নতুন ভূমিকায় তিনি। প্রযোজক হিসেবে হাতেখড়ি হচ্ছে তাঁর। ‘জি অরিজিনালস’-এর ‘ছায়াময়ী’ ছবি প্রযোজনা করছেন। পায়েল সরকার অভিনীত এই ছবিতে রয়েছেন তুলিকা বসুও। এই ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঙ্গীতাকেও। ছবির পরিচালকের আসনে সুদীপ দাস।
আরও পড়ুন: ‘বাংলা ছবি দেখার জন্য সিট ভর্তি করেননি কেন?’, পাঠান-বিতর্কে এবার সরব হল-মালিক
প্রযোজনায় নতুন শুরুর প্রসঙ্গে সঙ্গীতা বলেছেন, ‘এঞ্জেল ক্রিয়েশন আমার প্রযোজনায় প্রথম কাজ। এই প্রথম ‘জি অরিজিনালস’-এর জন্য করা কাজ। সব সময় আমি স্বাধীন ভাবে কাজ করতে চাই। নিজে করলে নিজের সৃষ্টিশীলতার উপর অন্যের কোনও শর্ত থাকে না। মিউজিক ভিডিয়ো, শর্ট ফিল্ম, পূর্ণদৈর্ঘ্যর ছবি, সবই করতে চাই’। ২৯ জানুয়ারি দুপুর ৩টের সময় ‘জি অরিজিনালস’এ স্ট্রিম হবে এই ছবি।
বর্ধমানের মেয়ে সঙ্গীতা সিনহা। তবে পেশার খাতিরে কলকাতায় যাতায়াত লেগেই থাকে তাঁর। তিলোত্তমার রিকশওয়ালাদের কখনও শীতবস্ত্র প্রদান, আবার কখনও অনাথ শিশুদের উপহার হিসেবে ডাকটিকিট দিয়েছেন সঙ্গীতা। নিজের একটা ছোটোদের স্কুলও রয়েছে অভিনেত্রীর। নতুন যাত্রা নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here