রায়না IPL-এ খেলতে চলেছেন? ‘মিথ্যা আশা দেখাবেন না!’ আর্জি ভক্তদের
শুভব্রত মুখার্জি: ২০২০ সালের মরশুম ছাড়া আইপিএলের গত ১৩টি মরশুমে তার মতো ধারাবাহিক পারফরম্যান্স করেছেন এমন ক্রিকেটার কার্যত খুঁজে পাওয়া যাবে না। সেই সুরেশ রায়নাকে ১৫তম আইপিএলের আগে নিলামের মধ্যে দিয়ে দলে নেয়নি কোনও ফ্রাঞ্চাইজি। উল্লেখ্য ১৪তম আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে ‘মনোমালিন্যের’ কারণে আর টুর্নামেন্টে সেভাবে খেলাই হয়নি রায়নার। মরশুম শেষে ‘মিঃ আইপিএল’কে রিটেন না করে রিলিজ করে দেয় সিএসকে। নিলামে তার ভাগ্যের শিকে ছেড়েনি। এর মধ্যেই হঠাৎ করে আইপিএল শুরুর আগেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন নয়া ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটানস দলের অন্যতম তারকা ব্যাটার জেসন রয় সরে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের তরফে জল্পনা শুরু হয়েছে গুজরাট দলে রায়নার অন্তর্ভুক্তির বিষয়ে। বিষয়টি নিয়ে মুখ খুলে সমর্থকদের মিথ্যা আশাতে বুক বাঁধতে মানা করলেন স্বয়ং রায়না। রায়নাকে ‘মিথ্যা’ আশা দিতে তিনি বারণ করলেন সমর্থকদের।
প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসের ১২ এবং ১৩ তারিখ দুদিনব্যাপী বেঙ্গালুরুতে যে নিলাম অনুষ্ঠিত হয় সেখানেই ইংল্যান্ডের মারকুটে চরিত্রের ব্যাটার জেসন রয়কে তার বেস প্রাইস দু-কোটি টাকাতে কিনেছিল গুজরাট। তিনি হঠাৎ করেই টুর্নামেন্ট শুরু হয়ার আগেই সরে গিয়েছেন। আর তার পরেই রায়নার দলে অন্তর্ভুক্ত হয়ার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। ৩১ বছর বয়সি রয় জানান পরিবারের সঙ্গে সম। কাটাতেই তার এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। এরপরেই এক সমর্থক সোশ্যাল মিডিয়ায় গুজরাট দলকে উদ্দেশ্য করে লেখেন রায়নাকে দলে নেওয়া মানে শুধুমাত্র একজন ধারাবাহিক পারফর্মারকে দলে নেওয়া নয়। তার পাশাপাশি ১০ মিলিয়ন ফলোয়ারকেও তোমার দিকে টানা। যা তোমার ব্রান্ডকে আলাদা মাত্রা দেবে।
করোনার কারণে ২০২০ মরশুমে আইপিএল স্থানান্তরিত হয় আমীরশাহিতে। সেবার আমীরশাহিতে গিয়েও ‘পারিবারিক’ কারণ দেখিয়ে দেশে ফিরে এসেছিলেন রায়না। এছাড়া বাকি ১৩ মরশুমেই অনবদ্য পারফরম্যান্স করেছেন ‘মিঃ আইপিএল’। উল্লেখ্য জেসন রয় এর আগের মরশুমে হায়দরাবাদ দলের হয়ে খেলেছিলেন। আইপিএলে তিনি ১৩ বার ফ্রাঞ্চাইজিদের হয়ে খেলেছেন। অন্যদিকে রায়না চেন্নাই সুপার কিংস ছাড়াও গুজরাট লায়ন্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
For all the latest Sports News Click Here